২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নীলফামারীতে সমাবেশ ও মিছিল

ইনজামাম-উল-হক নির্ণয়,  নীলফামারী ১০ অক্টেবর॥
২১ আগস্ট গ্রেনেড হামালার বিচারের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। রায় প্রকাশের পর বুধবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় নীলফামারী শহীদ মিনার চত্ত্বরে এক সমাবেশে ওই রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আজ সত্যের জয় হয়েছে। এটা কোনো প্রতিহিংসার ব্যাপার নয়। একদিকে যেমন বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, রাজাকার আলবদরদের বিচার হচ্ছে, জেল হত্যার বিচার হয়েছে, ঠিক একই ভাবে আজ ২১ আগস্ট গ্রেনেড হামলার  রায় হয়েছে।
তিনি আরো বলেন, ২১ আগস্টের মতো যত হামলা হয়েছে তার শিকার এক মাত্র আমরা, আমাদের দল, আমাদের বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা। ওরা (বিএনপি-জামায়াত) কিন্তু কখনো এমন হামলার শিকার হননি। কারণ আমরা তো ওই রাজনীতি করি না।
ওই রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা মহিলা লীগের সভাপতি আরিফা সুলতানা, জেলা কৃষকলীগের সভাপতি অক্ষয় কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্রনাথ বর্ধন, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। শেষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে মামলার রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 969107778133851268

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item