নাগেশ্বরীর বামনডাঙ্গা ইউপি সদস্য উপ-নির্বাচনে জয়ী বাবুল

হাফিজুর রহমান হৃদয়,কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচনে বাবুল ঘাটিয়ালের মোড়গ মার্কা নির্বাচিত হয়েছে। ইউপি সদস্য আব্দুল আউয়ালের মৃত্যুজনিত কারণে এ নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন অফিস জানায় তফসিল অনুযায়ী ৩ অক্টোবর উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুড়িয়াহাট কেন্দ্রে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। নির্বাচনে মোড়গ মার্কা নিয়ে বাবুল ঘাটিয়াল, ফুটবল মার্কা নিয়ে আবুল কালাম আজাদ মাস্টার এবং তালা মার্কা নিয়ে আফতার আমিন প্রতিদ্বিন্দ্বীতা করেন। এতে মোট ১৫৫১ ভোটের মধ্যে ১২শ ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে বাবুল ঘাটিয়ালের মোড়গ মার্কা ৫১২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ মাস্টারের ফুটবল মার্কা পায় ৩শ ৪১ ভোট, ৩য় প্রতিদ্বন্দ্বী আফতার আমিনের তালা মার্কা পায় ৩শ ২৪ ভোট এবং ৮৮টি ভোট বাতিল হয়। মোট ভোটের ২৮৬ জন ভোটার তাদের ভোট দেননি। এ বিষয়ে উপ-নির্বাচনে জয়ী সদস্য বাবুল ঘাটিয়াল বলেন, ভোট সুষ্ঠুভাবে হয়েছে এজন্য উপজেলা নির্বাচন কমিশন এবং উপজেলা প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ, জনগন আমাকে যে উদ্দেশে ভোট দিয়েছেন আমি যেনো তাদের সেসব চাওয়া পাওয়া সঠিকভাবে সুসম্পন্ন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই। নির্বাচন অফিসার মশিউর রহমান বলেন, সঠিক সময়ে নির্বাচন শুরু হয়ে সঠিকভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ^াস বলেন, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি এজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

পুরোনো সংবাদ

নির্বাচন 2649223964531599007

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item