নাগেশ্বরীতে প্রবীণ দিবস উপলক্ষে আরডিআরএসএর র‌্যালি ও আলোচনাসভা

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের  নাগেশ্বরীতে আরডিআরএস বাংলাদেশ এর উদ্যোগে প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা ভনুষ্ঠিত হয়েছে। “মানবাধিকার প্রতিষ্ঠায়, প্রবীণদের স্মরণ পরম শ্রদ্ধায়” প্রতিপাদ্য বিষয় নিয়ে প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায়, আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে, পল্লি সহায়ক ফাউন্ডেমন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৮ উপলক্ষে সোমবার সকাল ১১টায় একটি র‌্যালি বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বেরুবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব এর সভাপতিত্বে এবং সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সঞ্চালণায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ, উপজেলা টিএসও ডা. নির্মলেন্দু রায় মানিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাাদক সোলায়মান আলী, আরডিআরএস বাংরাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার (ক্ষুদ্র ঋণ) বিদ্যুত কুমার সাহা, বেরুবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, এরিয়া ম্যানেজার (ক্ষুদ্র ঋণ) মো. বেলাল হোসেন, বেরুবাড়ী ইউনিয়ন প্রোগ্রাম অফিসার রুবেল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রবীণদের জীবযাত্রার মান উন্নয়ন এবং বিনোদনের জন্য একটি স্থায়ী কার্যালয়, তাদের বয়স্ক ভাতা চালুকরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথা জানান আরডিআরএস বাংলাদেশ এর কর্মকর্তারা।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 5694114859437037619

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item