জলঢাকায় সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি  বের হয়ে মাথাভাঙ্গা এলাকা পরিদর্শন করে মেলা প্রাঙ্গণে গিয়ে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ও নীলফামারী - ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুজা-উদ- দৌলা'র সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, পৌর আ.লীগের সভাপতি আশরাফ আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বিএ, নজরুল ইসলাম, সাইদার রহমান মাষ্টার, এবিএম নুরুজ্জামান আবু, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী আফরোজা রোজী, জাতীয় শ্রমিক লীগ সভাপতি জসির উদ্দিন, কৃষক লীগের সাঃ সম্পাদক আশরাফ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি নলনী বিশ্বাস জয় ও যুবলীগ নেতা লাবলুর রশীদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল ককুমার ভৌমিক। আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
পরে সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা গণপূর্ত অধিদপ্তর নীলফামারীর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে কৃষক প্রশিক্ষন প্রকল্পের অর্থায়নে ১কোটি ২লক্ষ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে  একটি তিনতলা কৃষিকাজ ভবনের উদ্বোধন করেন। এছাড়াও ৩১৫ জন কৃষকের মাঝে কৃষি প্রনোদনার সার ও বীজ বিতরন করেন। অন্যদিকে উপজেলা ত্রান মন্ত্রনালয়ে আওতায় উপজেলার ১৯১ জন দরিদ্র মানুষ ও প্রতিষ্ঠানের মাঝে ২০০ বাণ্ডিল টিন ও ৬ লক্ষ টাকা বিতরন করেন তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 1999826938178469935

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item