হরিপুরে অভয়াশ্রমে বিষাক্ত পানিতে মাছের হাহাকার-ভিডিও


জে.ইতি হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ধীরগঞ্জবাজার সংলগ্ন মৎস্য কণ্যা অভয়াশ্রমের পানি বিষাক্ত হয়ে পানিতে থাকা মাছগুলো হাহাকার করছে।
 সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধীরগঞ্জবাজার সংলগ্ন মৎস্য কণ্যা অভয়াশ্রমের পানি দুটি কারণে বিষাক্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
এক ঐ পানিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট অথবা পাশের পুকুরের বয়লারের বর্জ্য পানিতে মিশ্র হয়ে পানি বিষাক্ত হয়। গত কয়েক দিন ধরে এই সমস্যার করণে প্রচুর মাছ মারা।
এতে অভয়াশ্রমে, আশ্রয় নেওয়া মাছগুলো অকি্রাজেনের অভাবে পানির উপর ভেসে ওঠে হাহাকার করছে। অনেক ছোট ছোট মাছগুলো মরে যাচ্ছে। লোকজন ভীড় করে দেখতে আসছে।
উপজেলা মৎস্য অফিসার কাউছার হোসেন জানান, আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি।
মাছগুলো সুস্থ করার জন্য পাউডার দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিক ভাবে বলা যাই অভয়শ্রমের পাশের পুকুরের বয়লারের বর্জ্য পানিতে মিশ্র হয়ে পানি বিষাক্ত হয়।

পুরোনো সংবাদ

ভিডিও 2671890759627598516

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item