শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি

অনলাইন ডেস্ক


হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন ৩ বিচারপতি শপথগ্রহণ করেছেন।
তারা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান।

 আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।
আপিল বিভাগে নিয়োগ পাওয়া এ তিন বিচারপতির শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন।
গতকাল সোমবার বিকেলে হাইকোর্ট বিভাগ থেকে বিচারপতি জিনাত আরাসহ নতুন ৩ বিচারপতিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে তাদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগ দেয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
প্রসঙ্গত, আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ ৪ জন বিচারপতি কর্মরত আছেন। প্রধান বিচারপতি ছাড়াও অন্যরা হলেন- বিচারপতি ইমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেইন হায়দার। তবে নতুন নিয়োগের ফলে আপিল বিভাগে বর্তমানে বিচারপতির সংখ্যা ৭ জনে উন্নীত হলো।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6619828008273116100

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item