প্রতিক বরাদ্দের পর ডিমলার তিন ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের প্রচারনা শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৫ অক্টোবর॥
প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গে আজ শুক্রবার (৫ অক্টোবর) হতে নীলফামারীর ডিমলা উপজেলার তিন ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীরা প্রচারনার নেমে পড়েছে। মনোনয়নপত্র দাখিল, যাছাই বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহার শেষে তিন ইউনিয়নের চেয়ারম্যান পদে ১২জন, সাধারন সদস্য পদে ৯০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দি প্রার্থীরা আগামী ২১ অক্টোবর নির্বাচনের প্রচারনা শুরু করে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ,বিএনপি ও জাতীয় পার্টির দলীয় প্রার্থী রয়েছে।
জানা যায়, খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারন সদস্য পদে ৩৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন, টেপাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন, সাধারন সদস্য পদে ২৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬জন, গয়াবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, সাধারন সদস্য পদে ২৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছে।
গয়াবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে শরীফ ইবনে ফসয়াল মুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সামচুল হক (আনারস), রুকুনুজ্জামান (মোটর সাইকেল), টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ময়নুল হক (নৌকা), রবিউল ইসলাম শাহীন (আনারস) ও  খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম (নৌকা), আতিকুজ্জামান (ধানের শীষ), জাকারিয়া হোসেন ডিএম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল ইসলাম লিথন (চশমা) , সামিউল গনি চন্দন (আনারস), একেএম শামীম (মোটর সাইকেল), রুকুনুজ্জামান জুয়েল (ঘোড়া) রয়েছে।
ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবা আক্তার বানু বলেন, প্রার্থীদের প্রতিক বরাদ্দের ফলে উৎসব মুখব পরিবেশে প্রচারনা শুরু করেছে।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, উপজেলার  সাবেক চারটি ছিটমহলের সীমানা জটিলতার মামলার কারনে দীর্ঘ সারে চার বছর স্থগিত ছিল ওই তিন ইউপির নির্বাচন। মামলাটি নিস্পতি হওয়ায়  আগামী ২১ অক্টোবর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 345782628986970160

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item