ডোমারে উন্নয়ন মেলার সমাপনী।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার সমাপনি। উপজেলা প্রশাসন আয়োজিত ৩ দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিনে শনিবার মেলার শেষ দিনে মেলা প্রাঙ্গণকে ঘিরে  শিশু. নারী পুরুষ সহ সব বয়সের দর্শনার্থীদের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। শিশুদের বিনোদনের জন্য নাগর দোলা, ঘোড়ারগাড়ী,ও চরকি,এর মধ্যে লাঠিখেলা দর্শকের মনকাড়ে। বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত নাচ, গানে ভরপুর ছিল মোলা প্রাঙ্গন।  উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আফতাব উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসাবে, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলী, ওসি (তদন্ত) মাহামুদ-উন-নবী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ জাফর ইকবাল, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, পৌর কমান্ডার কমান্ডার ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন। মেলায় ৫৬টি স্টল স্থানপায়। এর মধ্যে প্রথম পল্লী বিদ্যুৎ বিভাগ, দ্বিতীয় কৃষি অধিদপ্ত, তৃতীয় এলজিইডি, চতুর্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পঞ্চম একটি বাড়ী একটি খামার নির্বাচিত হয়। শেষে নির্বাচিত ৫টি স্টল ছাড়াও সকল অংশগ্রহনকারীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করেন অতিথিগণ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4011657903095172196

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item