ডোমারে সাফল্য উদযাপন অনুষ্ঠান।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

“প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করি, মা ও শিশু মৃত্যু রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডোমারে সাফল্য উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটি।
২৯ অক্টোবর সোমবার সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চত্ত্বরে ইউপি চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে প্রকল্পের ফিল্ড কো-অডিনেটর জীবন কুমার পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-পরিচালক আফরোজা বেগম। বিশেষ অতিথি হিসাবে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু, ইউপি সদস্য সহিদুল ইসলাম লিটন, ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি শিরিনা আফরোজ, ল্যাম্ব শো-প্রকল্পের জেলার প্রকল্প ব্যবস্থাপক অসিত কুমার দাস, সহকারী প্রকল্প পরিচালক আলতাফ হোসেন, ফিল্ড কো-অডিনেটর আব্দুস সালাম, দিপংকর বসাক, ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শক একেএম শাহাদাৎ হোসেন সরকার প্রমূখ বক্তব্য রাখেন। গ্লোবাল এ্যাফেয়ার্স ক্যানাডার অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায়, ল্যাম্ব শো প্রকল্পের আওতায় গত সেপ্টেম্বর ১৮ সালে ৫২টি গর্ভবতী মায়েদের নিরাপদ ও স্বাভাবিক প্রসব করানোর ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সরকারী ও ল্যাম্বের ২৫জন কর্মকর্তা কর্মচারীকে পুরস্কার প্রদান করা হয়। শেষে উক্ত প্রকল্পের নাট্য দলের কর্মীগণ গণসচেতনা মূলক নাটক “শিল্পীর জীবন কথা” মঞ্চায়ন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1159819218934358361

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item