অল্পের জন্য রক্ষা! চিলাহাটিতে বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে আগুন।

এ আই পলাশ- 
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে নেসকো বিদ্যুতের ১১ হাজার ভোল্টের মেইন লাইনের তার ছিড়ে আগুন ধরলে অল্পের জন্য রক্ষা পেল শতশত ব্যাবসায়ী।আজ শুক্রবার(১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে চিলাহাটি কলেজের সামনে দূর্ঘটনাটি ঘটে ।প্রত্যক্ষদর্শীরা জানায় আকষ্মিক ভাবে ১১ হাজার ভোল্টের তারের উপর একটি কাক বসলে সাথে সাথেই বিকট শব্দের মাধ্যমে সেই তারটি ছিড়ে বেশ কিছু দোকানের উপর পরে আগুনের সুত্রপাত ঘটে। ব্যবসায়িরা জীবন বাচাতে দোকান ছেড়ে পালিয়ে যায়।পরে নেসকো অফিস থেকে বিদ্যুৎ লাইন বন্ধ করলে এলাকার শত শত মানুষ পানি ও বালু দিয়ে সেই আগুনটি নিয়ন্ত্রনে নিয়ে আসে।দূর্ঘটনাটি রাতে ঘটলে অপূরনীয় ক্ষতি হতে পারতো বলে এলাকাবাসী মনে করছে।কারন, ইতিপূর্বে ২০১৪ সালের ৪ জুন চিলাহাটি প্রেস ক্লাব সহ এর আশপাশ বাড়ি ঘর, দোকান পাট, গুডাউন ঘর নিমিশেই পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতি হয় প্রায় কোটি টাকারও উপরে।এরপরে কয়েক দফা বিদ্যুতের মেইন তার(১১ হাজার ভোল্ট) ছিড়ে যায়।
 এলাকাবাসী ক্ষোভের সাথে জানায় বর্তমানে এই এলাকায় পিডিবির কাছ থেকে নেসকো কোম্পানি বিদ্যুৎ সরবরাহের দায়িত্বভার নেয়। কিন্তু সেই জোড়াতালি তার দিয়ে আজও বানিজ্য চালিয়ে যাচ্ছে।এ ব্যাপারে নেসকোর আবাসিক প্রকৌশলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 4302265742308596000

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item