চিলাহাটি রেলষ্টেশনের পুরাতন ভবনের দখল নিয়ে উত্তেজনা,ট্রেন অবরুদ্ধ

আশরাফুল হক কাজল - 

নীলফামারী জেলার ডোমার উপজেলার  চিলাহাটি রেল ষ্টেশনের ষ্টেশন মাষ্টারের পুরাতন ভবনটি দখল নিয়ে ষ্টেশন মাষ্টার ও টিএক্সআর গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। রবিবার সকাল সাড়ে আটটায় রুপসা আন্তঃনগর ট্রেনের হুইস পাইপ কেটে ও সোমবার তিতুমীর আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন থামিয়ে অবরুদ্ধ করায় যাত্রীদের বিড়ম্বনায় পরতে হয়েছে। রুপসা আন্তঃনগর ট্রেনের হুইচ পাইপ খুলে দিয়ে ট্রেনটিকে অবরুদ্ধ করে টিএক্সআর হাসনাতের নেতৃত্বে এক দল ফিটিং ষ্টাফ হাতুড়ী, সাবোল নিয়ে মাষ্টারের পুরাতন ভবনটি দখল করতে যায়।এতে কোমলমতি শিশু যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করে দেয়। ষ্টেশন মাষ্টার আনোয়ার হোসেন পুরাতন ভবনে রক্ষিত টিকিট, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র রক্ষার্থে পয়েটসম্যান, গেটম্যান ও কুলিদের নিয়ে তা প্রতিহত করেন। এ নিয়ে রুপসা আন্তঃনগর ট্রেনকে থামিয়ে ট্রেন যাত্রীদের সামনে দু,পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টা ব্যাপী বাক বির্তক চলতে থাকে। এরই মধ্যে টিএক্সআর দল পূরাতন ভবনটিতে মাষ্টারের তালার উপর তালা লাগিয়ে দেয়। সোমবার দুপুরে পূনরায় টিএক্সআর দল তিতুমীর আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন থমিয়ে কিছুক্ষন ট্রেনটিকে অবরুদ্ধ করে রাখে। এতে যাত্রীদের সীমাহীন দূর্ভোগের স্বীকারে পড়তে হয়। ট্রেন যাত্রী মিজানুর,জুলু ও রশিদ জানান, টিএক্সআরদল ট্রেনের হুইচ পাইপ খুলে দিয়ে ষ্টেশন মাষ্টারের উপর চড়াও হয়ে পূরাতন ভবন দখল করা নিয়ে আমরা হতবাক। তারা দুই দিনে দু’টি আন্তঃনগর ট্রেন অবরুদ্ধ করে যাত্রীদের কষ্ট দিচ্ছে। এ ব্যাপারে তারা রেলওয়ের উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। টিএক্সআর হাসনাত জানান, ওই পূরাতন ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ক্রমে সংস্কার করা হয়েছে। মাষ্টার পক্ষরা সংস্কারকৃত রুমে তালা দিয়ে রাখে। আমরা রুমটি দখল করতে গিয়ে বাধা পেয়ে আবারো তালা দিয়েছি মাত্র।ষ্টেশন মাষ্টার  আনোয়ার হোসেন জানান, চিলাহাটি ক্যারেজ ডিপোতে টিএক্সআরদের নিজস্ব অফিসের ভবন রয়েছে। এরপরও তারা পূরাতন ভবনের রক্ষিত অনেক মালামাল সরিয়ে ফেলেছে। ওই ভবনে রক্ষিত পূরাতন টিকিট, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্র রক্ষার্থে তালা দেওয়া হয়েছে। ট্রেনের হুইচ পাইপ কাটা তারা ঠিক করেনি। ব্যাপারটি সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 8494542406755928258

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item