দিনাজপুরে মামলার জেরকে কেন্দ্র করে ১জনকে পিটিয়ে হত্যা : আটক ২


মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ঃ গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের শেখ রফিক উদ্দীনের পুত্র আনিছুর রহমান ওরফে আনিছ (৪০) কে জমি সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে বোচাগঞ্জ থানা-পুলিশ খুন হওয়া আনিছের চাচা রমজান আলী কালু ও কাদের গনিকে জড়িত সন্দেহে আটক করেছে। বোচাগঞ্জ থানার তদন্ত ওসি আব্দুর রহমান সরকার জানান, আনিছ হত্যাকান্ডের বিষয়ে ২জনকে আটক এবং আব্দুর রহমান, সাগর, আবেদা খাতুন, সালমা আক্তার, মেহেরুনকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। এ প্রতিনিধিকে কবির জানান, আনিছ শিবগঞ্জ এলাকায় ছুটকাপড় ফেরি করে ব্যবসা করত। তার কাছ থেকে ১৫০ টাকা ধার করে সে গত মঙ্গলবার সন্ধায় ঠাকুরগাও জেলার শিবগঞ্জ থেকে তার নিজগ্রাম মহব্বতপুর উদ্দেশ্যে রওনা হয়। এলাকাবাসীরা জানায়, গত ৫ বছর পূর্বে আনিছ সহ তার বাবা মা ভাইবোনদের বসতভিটা থেকে বিতাড়িত করে দখল করে নিয়েছে প্রতিপক্ষরা। এ সব ঘটনাকে কেন্দ্র করে আদালতে কয়েকটি মামলা উদ্ভব হয়।
ঘটনার বিবরণে জানা গেছে, গত মঙ্গলবার মুঠোফোনে আলাপ করে আনিছ শিবগঞ্জ থেকে নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আনিছ গ্রামে এসে চৌকিদার ননিগোপালের সাথে আলাপকালে তার প্রতিপক্ষ রমজান আলী কালুগংরা একজোট হয়ে তাকে সেখান থেকে টেনে-হিঁচড়ে লিচু বাগানে নিয়ে যায়। এহেন পরিস্থিতির কারণে চৌকিদার ননিগোপাল মুঠোফোনে বোচাগঞ্জ থানায় খবর দিলে পুলিশ বুধবার সকালে মহব্বতপুর গ্রাম থেকে আনিছের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 1280942836080084153

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item