দিনাজপুরের ফুলবাড়ীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত।

মেহেদী হাছান উজ্জল,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহর প্রদক্ষিন করে, পুনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়।
র‌্যালী শেষে উপজেলা চত্তরে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আব্দুল আলিম, ফায়ার ফাইটার হাছান মাহমুদ ও বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রর (জিবিকে) এর প্রকল্প কর্মকর্তা আতিয়ার রহমান প্রমুখ।
আলোচনাসভা শেষে উপজেলা চত্তরে দুর্যোগ মোকাবিলায় কিভাবে আত্মরক্ষা ও উদ্ধার কাজ করতে হয়, সেই লক্ষে মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মরত উদ্ধার কর্মিরা। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক –শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 6155875030029034362

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item