২ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যায়ে ফুলবাড়ী পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নতুন ভবন উদ্বোধন করা হয়েছ। গত ১৯ আগষ্ট শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় এডিপি প্রকল্পের আওতায় ২ কোটি ৬৫ লক্ষ্য টাকা ব্যায়ে পৌরসভার এই নবনির্মিত ভবন উদ্বোধন করেন, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উদ্বোধন শেষে ফুলবাড়ী পৌরসভার আয়োজনে পৌর মেয়র মুরতুজা সরকার মানিক এর সভাপতিত্বে সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ্, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,পৌর প্রকৌশলী  লুৎফুলহুদা চৌধুরী লিমন,পৌর প্যানেল  মেয়র  মামুনুর রশিদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ শেখ নাসিম হাবীব,কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ, হারান দত্ত, মোতালেব হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচাচারী বৃন্দ।
পরে বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী সরকারী কলেজ শহীদ মীনার চত্ত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: হায়দার আলী শাহ এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো: মুশফিকুর রহমান বাবুল, বেতদিঘী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল কুদ্দুস, পৌর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো: কামরুজ্জামান কামরু প্রমুখ।

পুরোনো সংবাদ

দিনাজপুর 3263915807456580357

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item