পার্বতীপুরে জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ 

“উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত ৩দিন ব্যাপি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগণকে অবহিত করার লক্ষে সারাদেশের ন্যায় দিনাজপুরের পার্বতীপুরে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু ফাত্তাহ মো. রওশন কবীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধরণ সম্পাদক রেজাউল করীম,যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমূখ। মেলায় সরকারি বিভিন্ন দফতর তাদের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র নিজ নিজ স্টলের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরেন। এর মধ্যে অন্যতম স্টলের তালিকায় রয়েছে  উপজেলা কৃষি অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি-২, উপজেলা সমবায় অফিস ও মৎস্য অফিস। উপজেলা কৃষি অফিস তাদের স্টলে জনগণকে কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার তাৎক্ষনিক সমাধান প্রদানের জন্য তৈরী করেছেন কৃষি ডায়াগনষ্টিক সেন্টার। যেখানে চারজন অভিজ্ঞ কৃষিবীদ এ সেবা প্রদান করে আসছেন। মেলায় দরখাস্থ করার এক ঘন্টার মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি-২ তাদের গ্রাহকের সংযোগ প্রদানের মাধ্যমে চমক লাগিয়ে দিয়েছে। উপজেলা সমবায় অফিস তাদের গত এক বছরের বিভিন্ন  উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও চিত্র তুলে ধরার মাধ্যমে জনগণের দৃষ্টি গোচরে এসেছে। এবার জাতীয় উন্নয়ন মেলায় বিভিন্ন দপ্তরের মোট ৫২টি স্টল রয়েছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 4373332461363015368

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item