ঢাকায় তিনদিনব্যাপী ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

মর্তুজা ইসলাম, ঢাকা থেকেঃ
মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র, কালব ভবন ঢাকায় তিনদিনব্যাপী ক্রেডিট ইউনিয়ন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সোমবার( ২২আগষ্ট) এই প্রশিক্ষণে সারাদেশ থেকে ৯টি সমিতির ৩৪ জন সদস্য অংশগ্রহণ করছে। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর আয়োজনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কালব সিনিয়র ম্যানেজার ও ট্রেনিং এণ্ড কনসালটিং আব্দুল মান্নান। প্রথমদিনে প্রশিক্ষণ প্রদান করেন কালব এর সিনিয়র ম্যানেজার, ইন্টারন্যাশনাল ডেস্ক ও ফা ই ফা ভিনসেন্ট চিসিম ও কালব এর জুনিয়র অফিসার, ট্রেনিং এণ্ড কনসালটিং জাকির হোসেন। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করবেন কালব এর চেয়ারম্যান জোনাস ঢাকি। এসময় উপস্থিত থাকবেন কালব সেক্রেটারি এমদাদ হোসেন মালেক ও ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার রোমেল এইচ ক্রুশ।

পুরোনো সংবাদ

নির্বাচিত 8173237579137332853

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item