নীলফামারীতে ৩৪ বিএনসিসির ক্যাম্পিং শুরু

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥
নীলফামারীতে ৩৪ বিএনসিসি ব্যাটালিয়নের ক্যাম্পিং শুরু হয়েছে।  সোমবার (২৯ অক্টোবর) সকালে নীলফামারী সরকারি কলেজ মাঠে ওই ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়।
এ সময় উপস্থিত ছিলেন, ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন রংপুরের অ্যাডজুটেন্ট মেজর মো. হারুন অর রশীদ, নীলফামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম প্রমুখ।
দিনাজপুর,ঠাকুরগাঁও,পঞ্চগড় ও নীলফামারী জেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯জন মহিলা ক্যাডেট ও ১৪৯ জন পুরুষ ক্যাডেটসহ ১৯৮ জন ক্যাডেট অংশগ্রহন করেছেন ক্যাম্পিংটিতে। সমাপ্ত হবে আগামী ২ নভেম্বর। অংশ নেওয়া ক্যাডেটগণ সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন প্রকারের এক্সট্রা কারিকুলার ও কো-কারিকুলার কার্যক্রমে অংশ নেবেন।
প্রশিক্ষণের দায়িত্বপ্রাপ্ত মেজর মো. হারুন অর রশীদ বলেন, প্রতিবছর বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে এমন ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাম্পে ক্যাডেটদের মৌলিক চারিত্রিক গুণাবলী ও উৎকর্ষতা বৃদ্ধির বিষয়ে প্রাধান্য দেয়া হয়। যাতে করে ক্যাডেটরা সৎ ও ভালো মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4883029042406964590

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item