ঠাকুরগাঁও মুন্সিপাড়া গোরস্তান এখন ডাস্টবিন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁও একটি ছোট জেলা শহর।

  চোরাস্তা থেকে পশ্চিমে মুন্সিপাড়া পাড়া গোরস্থানের শহরের সব হোটলের ময়লা আর্বজনা ফেলতে ফেলতে এখন সেখানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ঠাকুরগাঁও পৌরশভার কোন ব্যবস্থা না গ্রহণ করায়। জনস্বাস্থ হুমকির মুখে। প্রতিদিন ডিসি বস্তি,বেল তলি, মুন্সিপাড়া নিচে-কলেজের শিক্ষার্থী গোরস্থানের পাসের রাস্তা দিয়ে চলাচল করে। কেউ মুখ চেপে আবার কোন বিকল্প রাস্তা ব্যবহার করে। পাশাপাশি মহাসড়ক হওয়ায় প্রতিদিন মুন্সিপাড়া মহাসড়ক দিয়ে হাজার মানুষ চলাচল করে। এ বিষয় ৮ নং দ্রৌপদী দেবী মহিলা কাউন্সিলর জানান, পৌরসভায় অনেক বার বলেছি কোন ব্যবস্থা নেয়না,কিন্তু ৮ নং এলাকার লোকজন আমাকে বলে দিদি খুব দুর্গন্ধ আপনি একটা  ব্যবস্থা নেন, প্রতিদিনের ময়লা প্রতিদিন নির্দিষ্ট স্থানে ফেলে দিলে এ রকম অবস্থা হতো না। পচা দুর্গন্ধে এখান থেকে আমরা যেতে পারি না। ময়লা দ্রুত পরিস্কার করার জন্য ঠাকুরগাঁও পৌরসভা কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি। নথুল্লাবাদে বাজার করতে আসা গৃহিনী রূপা আক্তার জানান, প্রতিদিন বাজার করতে এখান থেকে যেতে হয়। ময়লা আর্বজনার পচা দুর্গন্ধে বমি চলে আসে। কি আর করার মুখ চেপে রাস্তা পারি দেই। মুন্সিপাড়ার সুফিয়া বলেন অনেক কষ্টে থাকতে হয় এলাকা পৌরসভার কাছে এ ধরনের অবস্থার নিরসন দাবী করেছেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4716100512548953747

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item