পোল্ট্রি শিল্পে বদলে গেছে ঠাকুরগাঁও-পঞ্চগড়’


আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি॥
দেশের সর্ব উত্তরের অনগ্রসর জেলা ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে আমূল পরিবর্তন এনে দিয়েছে পোল্ট্রি শিল্প। শুধু ডিম ও মুরগির মাংসের চাহিদা পূরণই নয় প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সরকারের সহযোগিতা পেলে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে উলে­খযোগ্য অবদান রাখবে পোল্ট্রি শিল্প।  শনিবার ঠাকুরগাঁও শহরে অনুষ্ঠিত ‘পোল্ট্রি রিপোর্টিং’ বিষয়ক মিডিয়া কর্মশালায় এ দাবি করা হয়।  ‘বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল’ (বিপিআইসিসি) এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা ওয়াচডগ বাংলাদেশ। জাতীয় ও স্থানীয় দৈনিক, টিভি চ্যানেল, বার্তা-সংস্থা এবং অনলাইন নিউজ পেপারের মোট ৩০ জন সাংবাদিক এ কর্মশালায় অংশগ্রহণ করেন।   কর্মশালার সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করছে পোল্ট্রি শিল্প। একই সাথে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছে। ঠাকুরগাঁও এবং পঞ্চগড় পোল্ট্রি শিল্পের জন্য অত্যন্ত সহায়ক কারণ এখানে পোল্ট্রি ফিডের কাঁচামাল ভূট্টা, গম প্রভৃতি প্রচুর পরিমানে উৎপাদিত হচ্ছে।  তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করা। খাদ্যের মান রক্ষায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করছেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 394398037104467277

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item