আজ নীলফামারীতে ফুটবল প্রীতি ম্যাচে লড়বে বসুন্ধরা কিংস বনাম মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥
আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস বনাম মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ। প্রিমিয়াম লীগের চার বারের চ্যাম্পিয়ন নিউ রেডিয়্যান্ট ক্লাবের বিপক্ষে লড়তে প্রস্তুত বসুন্ধরা কিংসের দল। নিউ রেডিয়্যান্ট ক্লাবও সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সম্পন্ন করেছে প্রস্তুতি।
গতকাল বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টায় শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানান ওই দুই দলের কোচ ও দলনেতারা।
নিউ রেডিয়্যান্ট ক্লাবের দলনেতা সাবাব মোহাম্মদ বলেন, আমরা প্রস্তুত ম্যাচটির জন্য। দলের ইয়াং সদস্যদের নিয়ে আমরা লড়তে যাচ্ছি মাঠে। ক্লাবটির অতীত ঐতিহ্যও আছে মাঠে খেলার। সব মিলে ম্যাচটিতে জয়ের আশা নিয়েই আমরা নামবো।
নিউ রেডিয়্যান্ট ক্লাবের কোচ আহমেদ রশীদ বলেন, আমরা বন্ধুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে যাচ্ছি। অবশ্যই জয়ের আশা নিয়েই মাঠে নামবো। বসুন্ধরা কিংসও একটি শক্তিশালী দল। ওই দলের বিপক্ষে খেলতে অবশ্যই আমাদেরকে আরো দক্ষতার পরিচয় দিতে হবে।
এদিকে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন ব্যারেরাস’ও জয়ের আশা করছেন ম্যাচটিতে। তিনি বলেন, এর আগে আমি মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছি। দুইটি দলেই স্ব-স্ব দলের জাতীয় ও বিদেশী নামকরা খেলোয়ার রয়েছেন, তাঁরা সবাই অভিজ্ঞ। এর আগে আমি যেসব ক্লাবের কোচ ছিলাম সেসব ক্লাব প্রতিটি খেলায় জয় লাভ করেছে। এবারের ম্যাচটি আমার কাছে চ্যালেঞ্জ। আমি আশা করছি প্রীতি ম্যাচটিতে বসুন্ধরা কিংস জয়লাভ করবে।
বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ বলেন, ম্যাচটি উপভোগ্য হবে সকলের কাছে। মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবটিও বাংলাদেশের ফুটবল দর্শকদের কাছে পরিচিত নাম। গেল মৌসুমে মৌসুমে এএফপি কাপে ঢাকায় খেলে গেছে দলটি। সে সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীকে ১-০ গোলে হারায় তারা। পরে নিজেদের মাঠে আকাশী দলের হয়ে নীল দলকে হারায় ৫-১ গোলে।
ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, নির্বাহী সদস্য ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, কিংসের দলনেতা তহিদুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বলেন, শেখ কামাল স্টেডিয়ামে গত ২৯ আগস্ট একটি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেবারে মাঠে দর্শকের ঢলে আমরা সফল হয়েছি বলে আমি মনে করি। সেবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা এগুচ্ছি। ভুলগুলো সুধরিয়ে আমরা আরো সফল আয়োজনের দিকে এগুচ্ছি। এবারেও দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে।
এদিকে গতকাল বুধবার(১৯ সেপ্টেম্বর) ও আজ বৃহস্পতিবার(২০ সেপ্টেম্বর) বিকালে বসুন্ধরা কিংসের ওই হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের মাঠে অনুশীলন করে গেছে কিংসের দল। অপরদিকে আজ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবটি রংপুর সেনানিবাসের একটি মাঠে অনুশীলন করেছে।
ম্যাচটি খেলতে গত মঙ্গলবার(১৮ সেপ্টেম্বর) বেলা ২টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে জেলার সৈয়দপুর বিমানবন্দরে পেঁছে বসুন্ধরা কিংসের ২৪ সদস্যের দল। গতকাল বুধবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৫টা ৪৬ মিনিটে নভো এয়ারের একটি বিমানে সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছে ২৫ সদস্যের মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবের ফুটবল দল। উভয় দল রংপুরের নর্থ ভিউ হোটেলে অবস্থান নেয়।
বসুন্ধরা কিংসের সম্বয়কারী সালেক উর রহমান সুমন জানান, প্রীতি ওই ম্যাচে দলের হয়ে খেলবেন দেশের বাইরের চার জন সফল খেলোয়ার। রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেসের সাথে রয়েছেন ও গাম্বিয়ান স্ট্রাইকার উসমান জ্যালো। গাম্বিয়া চ্যাম্পিয়ন লীগের খেলোয়ার তিনি। এছাড়া রয়েছেন হাইতি ন্যাশনাল টীমের খেলোয়ার বিল ফোর্ড। আফগানিস্থানের মার্সিও রয়েছেন দলে।
দলের কোচ হিসেবে রয়েছেন অস্কার ব্রুজোন। স্পেনিস ওই কোচ সর্বশেষ দায়িত্বে ছিলেন নিউ রেডিয়্যান্ট ক্লাবের। প্রিমিয়াম লীগের আগে পুরোনো দলের বিপক্ষে বাংলাদেশের নতুন দলকে ঝালিয়ে নিতে চাচ্ছেন ওই কোচ।
মালদ্বীপের শক্তিশালী নিউ রেডিয়্যান্ট ক্লাবে দলের কোচ হিসেবে রয়েছেন আহমেদ রশীদ। ওই দেশের জাতীয় দলের শক্তিশালী ছয় জন খেলোয়ার রয়েছেন দলে। এছাড়াও তাদের দেশের বাইরের খেলোয়ারও রয়েছেন। দলটি প্রিমিয়াম লীগের র‌্যাংকিংয়েও এগিয়ে।
এবিষয়ে বসুন্ধরা কিংসের সম্বয়কারী সালেক উর রহমান সুমন বলেন, তাদের সাথে ম্যাচটি খেলে আমাদের শক্তি যাচাই করতে যাচ্ছি। আমরা তাদেরকে চ্যলেঞ্জের শক্তি নিয়েই মাঠে নামছি। তিনি বলেন, প্রিমিয়াম লীগের ২৪টি খেলার মধ্যে ১২টি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে। প্রিমিয়াম লীগে প্রথম বারের মতো অংশ নেওয়া বসুন্ধরা কিংসের দলকে শক্তিশালী করতেই ওই ম্যাচের আয়োজন।
ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থা। একই আয়োজনে গত ২৯ আগষ্ট নীলফামারীর ওই শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল আরেকটি আন্তর্জাজিত ফুটবল ম্যাচ। সে সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল খেলেছিল শ্রীলঙ্কার জাতীয় ফুটবল দলের বিপক্ষে। আন্তর্জাতিক ওই প্রীতি ম্যাচের মধ্যদিয়ে অভিষেক হয়েছিল শেখ কামাল স্টেডিয়ামের। ২১ হাজার ৬৫০ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছিল সেদিন। আজকের খেলাটিতেও এমন দর্শক ঢলের আশা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
শেখ কামাল স্টেডিয়ামের ২১ হাজার ৬৫০ আসনের মধ্যে মহিলা ১০০০ ও ভিআইপি আসন ৩৬৯টি। টিকেটের মূল্য সাধারণ ১০০টাকা, ভিআইপি ১০০০ টাকা। দর্শকের জন্য এবারে রয়েছে র‌্যাফেল ড্র। তাতে প্রথম পুরষ্কার একটি ১০০ সিসির বাজাজ মোটরসাইকেল, দ্বিতীয় পুরষ্কার একটি ফ্রিজ ও তৃতীয় পুরষ্কার একটি এলইডি টিভি। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6696327378554657332

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item