নীলফামারীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা-চ্যাম্পিয়ান সৈয়দপুর উপজেলা দল

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥
নীলফামারীতে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে সৈয়দপুর উপজেলা দল। আজ বৃগস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে নীলফামারী বড়মাঠের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চ্যাম্পিয়ানরা নীলফামারী পৌরসভাকে ২-০ গোলে পরাজিত করে। খেলা শেষে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  আজহারুল ইসলাম, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিমল কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত এবং উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে নীলফামারী জেলা পর্যায়ে এই টুর্নামেন্টে ৬টি উপজেলা ও ১টি পৌরসভা সহ ৭টি দল অংশ নিয়েছিল। গত সোমবার এই খেলা উদ্ধোধন হয়।  এর আগে জেলার ছয় উপজেলার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের খেলায় যারা চ্যাম্পিয়ান হয়েছিল তারাই জেলা খেলায় অংশ নেয়।
নীলফামারী জেলা পর্যায়ের চ্যাম্পিয়ান এবার বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। রংপুর বিভাগীয় ষ্টেডিয়ামে আটটি জেলা এতে অংশ নিবে। # 

পুরোনো সংবাদ

নীলফামারী 5239407723908501181

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item