কাঁঠালডাঙ্গী-চৌরঙ্গী সড়কটি ঝুঁকিপূণ

জে.ইতি হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

 ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী-চৌরঙ্গী মেন্দ্ররগাঁও জিগাঁ নামক স্থানের রাস্তাটি ঝুঁকিপূণ হয়ে পড়েছে।
রাস্তার অনেকাংশ ভেঙ্গে পুকুর-নালার সাথে মিলে গিয়ে ঝুঁকির সাথে উপজেলার লোকজন চলাচল করছে।
উপজেলার কাঁঠালডাঙ্গী গুরুত্বপূর্ণ বাজার। যেমনিভাবে ভাতুরিয়া ইউনিয়নের লোকজনসহ রাণীশংকৈল, পীরগঞ্জ উপজেলার অনেক লোকজন এই রাস্তা হয়ে হরিপুরসহ হরিপুর উপজেলার বিভিন্ন এলাকায় যাতায়াত করে।
অপরদিকে হরিপুর উপজেলার পশ্চিম এবং চৌরঙ্গী এলাকার লোকজন কাঁঠালডাঙ্গীবাজার, রাণীশংকৈল এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত করে। কৃষি ভিত্তিক অঞ্চল হওয়ায় প্রতিনিয়ত যানবাহান চলাচল করে। ভুট্রা, ধান, গমসহ নানা খাদ্যসামগ্রী নিয়ে এই রাস্তায় যান চলাচল করে। অনেক সময় রাস্তার ভেঙ্গা গর্তে ভারী গাড়ি পড়ে গিয়ে বিপদগ্রস্ত হয়।
রাতের আঁধারে গর্তের মধ্যে বিভিন্ন যানবাহন পড়ে প্রাণনাশের সম্ভাবনা দেখা দেয়। ইতোমধ্যে বিপদের সম্মখীন হয়েছে অনেকেই।
অনতিবিলম্বে রাস্তাটি মেরামত করা না হলে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে।
রাস্তাটির দ্রুত মেরামত করার আকুতি জায়ায় এলাকাবাসী।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4319492093293900174

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item