রংপুর পবিস ২-এ জাতীয় বিদ্যুৎ সপ্তাহে র‌্যালী

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ 
“শেখ হাসিনার উদ্দ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ” এই প্রতিপাদ্য শ্লোগান সামনে রেখে বণ্যাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো রংপুরের পাগলাপীরে রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি ২-এর উদ্যোগে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ  ২০১৮। এ উপলক্ষে গতকাল ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় সদর দপ্তরে আয়োজন করা হয়  এক বন্যাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী মেলা । এতে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান সুমী, অতিথি বাপবিবো রংপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃ দাঃ) মানবেন্দ্র লাল মুস্তাফি, রংপুর পবিস-২ এর বোর্ড সভাপতি আবু হেনা মোঃ আনোয়ারুল ইসলাম, আওয়ামীলীগ রংপুর সদর উপজেলার যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবীর, রংপুর পবিস-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা  সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিজিএম (কারিগরী) প্রকৌশলী রথিন্দ্র নাথ বর্মন, এজিএম (অর্থ) ফিরোজ হোসেন, এজিএম (ওএন্ডএম) আহসান কবীর, এজিএম (ইএন্ড সি ) আহসান হাবীব, এজিএম (সদস্য সেবা ) সিফাত ফেরদৌস চৌধুরী, এজিএম ( প্রশাসন ) ইমরান কাজল সহ উর্ধতম কর্মকতাবৃন্দ, অনুষ্ঠানটি সঞ্চালন করেন এনফোর্সমেন্ট কো- অর্ডিনেটর মোঃ শাহ জালাল ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জুনিয়র ইঞ্জিনিয়ার ( আইটি ) মোঃ মিরাজ হোসেন । উক্ত অনুষ্ঠানে রংপুর পবিস-২ এর বিভিন্ন কর্মকান্ডে বিশেষ অবদান  রাখায় ডিজিএম (কারিগরি) প্রকৌশলী রথিন্দ্র নাথ বর্মন ও এজিএম (সদস্য সেবা ) মোঃ সিফাত ফেরদৌস চৌধুরী সহ ১০ ব্যাক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে  এ্যাওয়ার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান এবং আমন্ত্রিত অথিতি বৃন্দের মাঝে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয় । এর আগে সকালে রংপুর পবিস-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন এর নেতৃত্বে একটি বন্যাঢ্য র‌্যালী সদর দপ্তর পাগলাপীর বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সদর দপ্তর ক্যাম্পাসে এসে শেষ হয় ।

পুরোনো সংবাদ

রংপুর 7189669243856296418

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item