পীরগঞ্জে ইয়াবা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে দু’পুলিশ কর্মকর্তা ক্লোজড!


মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ

পীরগঞ্জে সোর্সের ভুল তথ্যে নিরপরাধ ব্যক্তিকে ইয়াবা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে উপজেলার চতরাহাটে ওই ঘটনার পর বরখাস্তদেরকে রংপুর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শীর সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চতরাহাটে রেজওয়ানের মোড়ে পুলিশের সোর্স বাবুর্চি বাবলুর দেয়া তথ্যে হাফ শার্ট পরিহিত আব্দুল মালেক মিয়াকে পুলিশ সাদা পোষাকে ধরতে যায়। এ সময় অপর হাফ শার্ট পরিহিত রফিকুল ইসলামকে পুলিশ আটক করে ইয়াবা থাকার অভিযোগে দেহ তল্লাশি শুরু করলে রফিকুল চিৎকার শুরু করে। একপর্যায়ে শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে উঠে বাকবিতন্ডা শুরু করে এবং সোর্সকে মারধর শুরু করে। পরিস্থিতি ঘোলাটে হলে ইউনিয়নটির চেয়ারম্যান এনামুল হক শাহীন পুলিশদেরকে ইউপি কার্যালয়ে নিয়ে যান। এ সময় উত্তেজিত জনতা পরিষদ কার্যালয় ঘিরে রাখে। পরে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন পীরগঞ্জে এসে থানার এসআই স্বপন কুমার ও এএসআই জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন বলেন, সন্ধ্যা ৭টার দিকে এসআই স্বপন কুমার ও এএসআই জাহাঙ্গীর আলম চতরাহাটে এসে কাঠালপাড়ার রফিকুল ইসলামের (৪৪) দেহ তল্লাশি করে। এ সময় তাকে টানাহেঁচড়ার একপর্যায়ে রফিকুলেকে গ্রেফতারের চেষ্টা করেন এ দুই পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে ইউপি কার্যালয়ে নিয়ে আসি। থানার ওসি রেজাউল করিম বলেন, হাফ শার্ট পরিহিত মালেকের পরিবর্তে রফিকুলকে আটক করায় বিক্ষুব্ধ জনতার রোষাণলে পড়ে দুই পুলিশ কর্মকর্তা। পরে তাদেরকে উদ্ধার করা হয়। রংপুরের এসপির নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার তাদের বরখাস্ত করেন। বরখাস্তকৃতদেরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 2005845495595008859

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item