রংপুর পবিস-২ এ কর্মশালা অনুষ্ঠিত

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজস্ব জনবল দ্বারা তৈরীকৃত পল্লী বিদ্যুৎ অনলাইন সংযোগ সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে শনিবার(১ সেপ্টেম্বর) সকাল ৯টায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পাগলাপীর রংপুুর সদর দপ্তরের মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রংপুর জোনের সকল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, ডিজিএম (কারিগরি), এজিএম (সদস্য সেবা), এজিএম(ইএন্ডসি), জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি) গণ, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক সদস্যগণ, ইউডিসি উদ্যেক্তাগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালা। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পিএন্ডডি) মুঃ আবদুস সালাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জিআইএস পরিদপ্তরের পরিচালক (কারিগরি) মোঃ গোলাম মোস্তফা, আইসিটি পরিদপ্তরের পরিচালক (কারিগরি) হেদায়েতুল ইসলাম, রংপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (অঃ দাঃ) মোঃ এনামুল হক ও রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সমিতি বোর্ডের সভাপতি আবু হেনা মোঃ আনোয়ারুল ইসলাম। উক্ত কর্মশালায়  বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী গ্রাহকদের পল্লী বিদ্যুৎ অফিসে না এসে হয়রানীমুক্তভাবে অনলাইনের মাধ্যমে সামগ্রিক কার্যক্রম পরিচালিত করে মোবাইল ব্যাংকিং রকেট এ যাবতীয় অর্থ দিয়ে দ্রুত সময়ে সংযোগ পেতে পারবেন। উল্লেখ্য যে, উক্ত কর্মশালা চলাকালীন সময়ে অনলাইনে আবেদনের মাধ্যমে পাগলাপীর হরিদেবপুরে মোঃ সিরাজুল ইসলাম ও উত্তম হাজীরহাটের মোছাঃ মরিয়ম বেগম নামে ২ জন গ্রাহককে আবাসিক বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। 

পুরোনো সংবাদ

রংপুর 3840530847561271622

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item