কিশোরগঞ্জে নো হেলমেট, নো ফুয়েল কর্মসুচি শুরু

মোঃ শামীম হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রেট্রোল পাম্প গুলোতে  নো হেলমেট ,নো ফুয়েল” কর্মসুচি শুরু করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। শনিবার নীলফামারী পুলিশ সুপার আশরাফ হোসেনের নির্দেশে কিশোরগঞ্জ  থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ সহ  পুলিশ সদস্যগণ   প্রতিটি প্রেট্রোল পাম্পে নো হেলমেট, নো ফুয়েল” লেখা বেনার লাগিয়ে দেয় পুলিশ।
কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত মফিজুল হক বলেন, নীলফামারী পুলিশ সুপার স্যারের নির্দেশে কিশোরগঞ্জ উপজেলার সকল পেট্রোল পাম্প গুলোতে সারা দিন ব্যাপি নো হেলমেট নো ফুয়েল কর্মসুচি পালন করা হয়েছে। এ কর্মসুচি পালনের ফলে ও পেট্রোল পাম্প মালিকদের সহযোগিতায় ইতিমধ্যে উপজেলা বিভিন্ন মোটর সাইকল পার্স দোকান থেকে তিনশত হেলমেট বিক্রি হয়েছে। আমরা উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প মালিকদের হেলমেট ছাড়া পেট্রোল দিতে নিষেধ করেছি। এ কর্মসুচি পালনের সময় আমরা সকলের সহযোগিতা কামনা করেছি।  এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, ওসি তদন্ত মফিজুল হক, এস আই রাফায়েত হোসেন প্রমুখ ।

পুরোনো সংবাদ

নীলফামারী 4439148875897628779

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item