উন্নয়ন কনসার্ট ঘিরে নীলফামারীতে সাজ সাজ রব


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩০ সেপ্টেম্বর॥
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই শ্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা উদযাপন করতে ১ অক্টোবর আগামীকাল সোমবার নীলফামারীতে অনুষ্ঠিত হবে উন্নয়ন কনসার্ট। ১৯তম জেলায় ওই কনসার্ট শেষে ২০ তম জেলায় এসে নীলফামারীতে দুপুর আড়াইটায় জেলা শহরের হাইস্কুল মাঠ (বড়মাঠ) জুড়ে অনুষ্ঠেয় এ কনসার্টে জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ, দলছুট, রিংকু ,পারভেজ ও পিন্টু। আবার চমকিয়ে দিতে হঠাৎ উপস্থিত হতেও পারেন নগরবাউল খ্যাত জেমস, কুমার বিশ্বজিৎ, আঁখি আলমগীর, হৃদয় খান, কণা, সুবীর নন্দী, এলআরবি, সোলস! আসলে চমকানোর মতো খবর। শুধু এখন অপেক্ষা পালা। 

আর এসব শিল্পীদের সঙ্গে থাকছেন নীলফামারী সদর আসনের মাটি ও মানুষের নেতা দেশবরেন্য ব্যাক্তিত্ব সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। 
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কনসার্ট থাকবে সর্বসাধারণে জন্য উন্মুক্ত, যার ফলে  সর্বস্তরের জনসাধারণ খুব কাছ থেকে প্রিয় শিল্পীদের গান উপভোগ করতে পারবেন। 
কনসার্ট ঘিরে হাতে নেয়া সকল প্রস্তুতিই মোটামুটি শেষ হয়েছে। গতকাল শনিবার (২৯ সেপ্টেম্বর) হতে আজ রবিবার (৩০ সেপ্টেম্বর) দুইদিনে পুরোদমে চলে মঞ্চ নির্মাণের কাজ। নানা সাজে সজ্জিত করা হয়েছে সবু ঘেরা শহরের বড় মাঠ ও আশপাশের এলাকা। কনসার্টের তারিখ ও সময় ঘোষণা করে চলছে মাইকিং। সব মিলিয়ে সরকারের উন্নয়ন উদযাপনের এ কনসার্ট ঘিরে উৎসবের আমেজ নীলফামারীর চারিদিকে সাজ সাজ রব ফেলে দিয়েছে।
কনসার্টের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে ইতিমধ্যে জেলা ও পুলিশ প্রশাসনসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঠ পরিদর্শন করেছেন। এ নিয়ে কয়েক দফা বৈঠকও হয়েছে।
এ ছাড়াও কনসার্টকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সুশীল সমাজ, রাজনৈতিক, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিকদের উপস্থিতিতে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। 
জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা  বিভিন্ন দিকনির্দেশনার প্রেক্ষিতে মঞ্চ তৈরি, ডিজাইন, প্রচারণা, অনুষ্ঠানস্থলের সজ্জাকরণ, মাইকিং, পোস্টারিং, ফেস্টুন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিবরণী সংবলিত বিলবোর্ড তৈরি করে জেলা জুড়ে ছুড়িয়ে দেয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা এস তদারকি করছে। এ ছাড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে কনসার্ট বিষয়ক প্রচারনার মাইকিং চলছে জেলা জুড়েই।  বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে বিলোবোর্ড-পোস্টারও।
আজ রবিবার (৩০ সেপ্টেম্বর) মাঠে গিয়ে চোখে পড়ে কনসার্ট ঘিরে নিয়োজিত লোকজনের ব্যস্ততা। মঞ্চ তৈরিসহ সাজসজ্জায় ব্যস্ত সকলে তারা। ইতিমধ্যেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে মাঠ। মঞ্চের সামনে আমন্ত্রিত অতিথিদের জন্য এক হাজার আসনের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া গোটা মাঠজুড়ে থাকবে আগত কয়েক লাখ নারী পুরুষদের আসন। এ ছাড়া মাঠের চারিদিকে স্থাপন করা হয়েছে সরাসরি প্রচারের জন্য বিশাল পর্দা। চারিদিকেই নান্দনিক পরিবেশ; চোখে পড়ে সাজ সাজ রব।
কনসার্টের সর্বশেষ প্রস্তুতি স¤পর্কে জানতে চাইলে নীলফামারীর জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন  বলেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগিয়ে চলছে। ইতিমধ্যেই প্রস্তুতির বেশিরভাগই শেষ পর্যায়ে। কনসার্টের মঞ্চও নির্মাণ হয়ে গেছে; বাকি কেবল এর সাজ্জ-সজ্জা। রাতের মধ্যেই এ কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী তিনি। 
জেলা প্রশাসক বলেন, সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ কনসার্টে নীলফামারীবাসী খুব কাছ থেকে প্রিয় শিল্পীদের গান উপভোগ করতে পারবেন। সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এ কনসার্ট সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, নিñিদ্র নিরাপত্তায় দর্শনার্থীরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। আমরা সে ব্যবস্থা করেছি। কোথাও যেন কোনও অপ্রীতিকর পরিস্থিতি কেউ তৈরি করতে না পারে সে জন্য অনুষ্ঠানস্থলসহ আশপাশের এলাকায় কোজ সার্কিট ক্যামেরাসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।
জানা গেছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও নীলফামারী জলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠেয় এ কনসার্টে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে আকষর্ণীয় লেজার শো ও আতশবাজি।
অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন বিশিষ্ট উপস্থাপক শাফায়াত মাহমুদ ফুয়াদ ও অভিনেত্রী তানিয়া হোসেন। উন্নয়ন কনসার্টের মিডিয়া পার্টনার দেশ টিভির মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 1191614749219925115

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item