কিশোরগঞ্জে শিক্ষক লাঞ্চিতের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা॥
  জেলার কিশোরগঞ্জ উপজেলা শহরের শিশু নিকেতন স্কুল এ্যান্ড  কলেজের এক শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ তুলে  মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।  বুধবার বিকালে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে লাঞ্চনার শিকার ওই বিদ্যালয়ে কারিগরি শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেন তুলিপ সংবাদ সম্মেলন করে ঘটনারসাথে জড়িত উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম বারি পাইলটের ছোটভাই রোকনুজ্জামান শাহ বুলেটের শাস্তি দাবি করেন। শিক্ষক মোশারফ হোসেন তুলিপ আবার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ।
শিক্ষক মোশারফ হোসেন তুলিপ অভিযোগ করে বলেন, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় কিশোরগঞ্জ বাজারে অবস্থিত উপজেলা যুবলীগ কার্যালয় থেকে বের হওয়ার সময় আমাকে লাঞ্চিত করে  রোকনুজ্জামান শাহ বুলেট ।  ঘটনাটি পরিকল্পিত বলে তুলিপ দাবি করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবুল, অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা যুবলীগের সদস্য আতাউল গণি বাবু।
পরে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদ ও জড়িত ব্যক্তির শাস্তির দাবিতে মানববন্ধন করেন বিদ্যালয়ের সামনের সড়কে। 

অভিযোগের বিষয়ে রোকনুজ্জামান শাহ বুলেট বলেন, ওই শিক্ষকের সাথে আমার কোন বিরোধ নেই। ঘটনার সময় আমি পার্টি অফিসে ছিলামও না। আমার বড়ভাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম বারিকে হেয় করার জন্য উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক উক্ত শিক্ষক পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমার বড় ভাই বঙ্গবন্ধুর আদর্শের একজন নির্ভিক সৈনিক। বিএনপি-জামায়াতের সময় নির্যাতনের শিকার হয়ে জেলেও খেটেছে।

এ ব্যাপারে  উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম বারি পাইলট বলেন, সেদিন পার্টি অফিসে কোন ঘটনা ঘটেনি। তুলিপকে আমি আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করি। তিনি আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে নীতি বর্হিভুবভাবে শিক্ষা প্রতিষ্ঠানের অবুঝ শিশুদের পথে নামিয়ে মানববন্ধন করে দলের ভাবমূর্তি বিনস্ট করার পায়তারা করছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3987551502192146651

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item