জুডো বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধি পীরগঞ্জের আবু কালাম আজাদ

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
আজ (২২সেপ্টেম্বর) আজারবাইজানে রাজধানী বাকুতে জুডো বিশ্বকাপ। এই আসরে অংশ নিচ্ছে বিশ্বের ১২৫ টি দেশ। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পীরগঞ্জের আবু কালাম আজাদ।
আবু কালাম আজাদ রংপুর জেলার পীরগঞ্জের কুমেদপুর ই্উনিয়নের প্রত্যন্ত গ্রাম মিঠারপাড়ার মন্ডল পরিবারে জন্ম গ্রহন করেন। বাবা সমাজসেবক মোঃ কাইয়ুম উদ্দিন মন্ডল ও মাতা মোছাঃ সাহেরা বেগমের ৪ সন্তান (২ ছেলে, ২ মেয়ে) এর মধ্যে জ্যেষ্ঠ সন্তান আবু কালাম আজাদ ২০০৫ সালে এস এস সি (গুর্জ্জি পাড়া কে,পি উচ্চ বিদ্যালয়) পাস করে। ২০০৬ সালে চাকরি যোগদান করে পড়াশোনা বাদ দিয়েছিলো, পরে আবার রংপুর বিএম কলেজ থেকে ২০১৫ সালে এইচ এস সি পাস করে। এখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা করছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে ১৩৫ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে জুডো বিশ্বকাপ। বাংলাদেশ বিজিবি থেকে প্রথম বারের মত অংশগ্রহণ করেন আবু কালাম আজাদ।
 
আবু কালাম আজাদ ১২ মার্চ ২০০৬ সালে বিডিআর তথা বিজিবিতে যোগদান করেন। ০১নভেম্বর ২০০৭সালে সর্বপ্রথম জুডো টিমে অংশগ্রহণ করেন। সেখানে বাহিনীর খেলোয়াড়দের মধ্যে প্রথমস্থান অর্জন করেন। তিনি ২৯ তম জুডো প্রতিযোগিতায় ২০০৯ সালে তা¤্র পদক অর্জন করেন। ৩য় ইনডোর বাংলাদেশ বাংলা গেমস কলকাতায় ২০১০ সালে তা¤্র পদক অর্জন করেন। পরবর্তীতে ৩০ তম জুডো প্রতিযোগিতায় ২০১০ সালে  রৌপ্য পদক অর্জন করেন। বাংলাদেশ গেমস ২০১৩ সালে একক ভাবে স্বর্ণ পদক অর্জন করেন। এছাড়াও ওয়ালট ফাস্ট কাপ ২০১৫ সালে স্বর্নপদক অর্জন করেন। জাতীয় বিজয় দিবস কাপ ২০১৫ সালে রৌপ্য পদক অর্জন করেন। ৩৩ তম জাতীয় জুডো প্রতিযোগিতায় ব্যক্তিগত স্বর্নপদক অর্জন করে বাহিনীর পতাকা উজ্জ্বল করেন, ৩৪ তম জাতীয় জুডো প্রতিযোগিতায় ২য় বারের মত স্বর্নপদক অর্জন করেন। নেপানের কাঠমুন্ডুর ললিতপুরে ২০১৮ সালে মার্চে ৮ম সাউথ এশিয়ান সিনিয়র জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রৌপ্য পদক অর্জন করে বিদেশের মাটিতে দেশে পতাকা উত্তোলন করার গৌরব অর্জন করেন। ২০১৮ সালে জুডো বিশ্বকাপে ভাল কিছু করবেন এজন্য পীরগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এবারের বিশ্বকাপে ৭৫৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করছেন। যার মধ্যে পুরুষ ৪৬০ জন ও নারী ২৯৮ জন।



পুরোনো সংবাদ

রংপুর 2824010195825977756

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item