জলঢাকায় গ্রীষ্মকালীন জাতীয় স্কুল - মাদরাসা উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় শনিবার সকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে গ্রীষ্মকালীন জাতীয় স্কুল - মাদরাসার উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা  অফিসের আয়োজনে আলোচনা সভা ও ফুটবল, সাতার ও কাবাডির ফাইনাল খেলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্বে অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ভাইসচেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর,  প্রধান শিক্ষক মোহসিন আলী, প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম ওয়ারেছ আলী, প্রধান শিক্ষক বেলাল হোসেন, অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেল, ও সহকারী শিক্ষক মর্তুজা ইসলাম প্রমুখ। ফুটবল বালক বিভাগে চাওড়াডাঙ্গী স্কুল এণ্ড কলেজ ও বালিকাদের বিভাগে বিসি সরকার বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। এছাড়া কাবাডি খেলায় কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা কে হারিয়ে টেংগনমারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন ক্রিড়া শিক্ষক মুকুল হোসেন, শাহিন, ফারুক সিদ্দীক ও মাহাতাব।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5385010897076724053

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item