সৈয়দপুরের নিষ্পাপ শিশু স্নেহার চিকিৎসায় আর্থিক সাহায্যের প্রয়োজন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

ফুটফুটে সুন্দর চেহারার ছোট নিষ্পাপ শিশু স্নেহা। বয়স আট বছর। বাড়ি নীলফামারীর সৈয়দপুর ওয়াপদা নতুনহাট ভুল্লিপাড়ায়। তাঁর বাবা আবু সিদ্দিক পেশায় একজন দিনমজুর। মা মোছা. পাঁপড়ি বেগম সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের একজন কর্মচারী। ওই দম্পতির দুই মেয়ের মধ্যে ছোট স্নেহা। সে (স্নেহা) সৈয়দপুর বিদ্যূৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার প্রথম শ্রেণীতে অধ্যয়নরত। গত ঈদুল আযহার আগে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে দূরারোগ্য ব্লাড ক্যান্সার। বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের রক্তরোগ বিশেষজ্ঞ সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হেমাটোলজী ডা. এ কে এম কামরুজ্জামানের চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে অতি আদরের মেয়ের চিকিৎসায় হতদরিদ্র বাবা-মায়ের অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে। এতে তারা অনেকের কাছে ঋণগ্রস্থও হয়ে পড়েছেন। এখন আদরের ছোট শিশুকে উন্নত চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন। কিন্তু গরীব বাবা-মা’র পক্ষে ওই টাকা পয়সা সংগ্রহ করে মেয়ের যথাযথ উন্নত চিকিৎসা করানো অসম্ভব। তাদের চোখের সামনে ছোট শিশু স্নেহা শারীরিক সমস্যায় অসহ্য যন্ত্রণায় সারাক্ষণ শুধু ছটপট করছে। কিন্তু অসহায় বাবা-মা অর্থের অভাবে ছোট স্নেহার জন্য কিছুই করতে পারছেন না। তাই স্নেহার অভাবী বাবা-মা তাঁর সুচিকিৎসায় সমাজের সম্পদশালী  ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন। সমাজের অর্থশালী ও হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে এলেই স্নেহা সুচিকিৎসায় সুস্থ হয়ে উঠবে। সাহায্য পাঠাতে পাবেন: সোনালী ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার হিসাব নম্বর : ৮০১০১২৩২৭ অথবা বিকাশ নম্বর: ০১৯১৪৯৩২১৮২- তে। আর স্নেহার পরিবারের সঙ্গে ০১৯১৪৯৩২১৮২ নম্বর মোবাইলে সরাসরি যোগাযোগও করতে পারেন ।   

পুরোনো সংবাদ

নীলফামারী 3029899426211320219

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item