বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সৈয়দপুর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

 নীলফামারীর সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সৈয়দপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সৈয়দপুর পৌরসভা একাদশ বনাম বোতলাগাড়ী দল পরস্পরের মুখোমুখি হয়। খেলা নির্ধারিত সময়ে ১ -১ গোলে ড্র হয়। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে সৈয়দপুর পৌরসভা একাদশ দল উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্ণামেন্টের গতকালের ফাইনাল খেলাটি পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার স্বনামখ্যাত রেফারী মো. মকবুল হোসেন। সহকারি রেফারী ছিলেন আল-ফারুক একাডেমির সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আবু মোতালেব ও সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আমিরুল ইসলাম। টুর্ণামেন্টে ম্যাচ কমিশনার  হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা যুগ্ম -সম্পাদক  মো. জোবায়দুর রহমান শাহীন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার  ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যদের মধ্যে সৈয়দপুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাখাওয়াৎ হোসেন খোকন, সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল  আলম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর পৌলসভার প্যানেল মেয়র-২ মো. শাহীন আকতার শাহীন, উপজেলার বাঙ্গালীপুর ইউপি চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী, খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান মো হেলাল চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।
 প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর থেকে নীলফামারীর  সৈয়দপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হয়। এতে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান মো. আজমল হোসেন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।

পুরোনো সংবাদ

নীলফামারী 2942231385453434148

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item