মুক্তমত-ডোমার-চিলাহাটির বিদ্যুৎ ব্যবস্থা পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর হোক

মোস্তাফিজুর রহমান সুজন-
প্রত্যেক জায়গায় কিছু সুবিধাভোগী মানুষ বিচরণ করে যারা জনগনের সন্তুষ্টির কথা বিবেচনা না নিজের স্বার্থ উদ্ধারেই তৃপ্ত হয়। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ শ্লোগান নিয়ে যখন এগিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।বিদ্যুৎ  খাতে ব্যপক উন্ময়নের ফলে সারা দেশে বিদ্যুতের লোডশেডিং যখন অনেকটা সহনীয় পর্যায়।ঠিক তার উল্টো চিত্র ডোমার-চিলাহাটি। ঘরে বাতি ঝুলছে কিন্তু আলো জ্বলছে না, টিভি আছে কিন্তু ছবি দেখা যায়না, ফ্রিজ আছে কিন্তু মাছ-গোশত রাখা যায়না। বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ট সাধারন জনগন।অথচ পাশেই পল্লী বিদ্যুৎ মাত্র কিছু সময় লোডশেডিং দেখে মানুষের দাবী ডোমার চিলাহাটির  পিডিবি(নেসকো) বিদ্যুৎ  পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর হোক ।এছাড়া পিডিবি তথা নেসকোর  ভুতুড়ে বিলেও অতিষ্ট সাধারন জনগন।বিদ্যুতের অবৈধ সংযোগের ঘাটতি ভুতুড়ে বিল দিয়ে যোগে বিয়োগে সমান হলেও টাকার অংকটা গিয়ে চাপছে কোন নিরীহ গ্রাহকের উপর।
ঠিক তখনই একটি মহল যারা চায় না ডোমার-চিলাহাটির বিদ্যুৎ পল্লী বিদ্যুতের আওতায় আসুক।কূচক্রী মহলটি চায় বিদ্যুৎ নিয়ে অপরাজনীতি করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে।
আজ যারা পিডিবির পক্ষে বলছেন,তারা সুবিধাবাদী।
এ কুচক্রীমহল,সুবিধাবাদি ও সুবিধা ভোগীদের বিরুদ্ধে সোচ্চার  হয়ে সম্মিলিত ভাবে দাবী জানাই
ডোমার-চিলাহটির পিডিবি বিদ্যুৎ  পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর হোক।



 
 মোস্তাফিজুর রহমান সুজন
      সাবেক ছাত্রনেতা
চিলাহাটি,ডোমার,নীলফামারী।

পুরোনো সংবাদ

মুক্তমত 6898965225949496746

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item