উৎসবমুখর পরিবেশে ডিমলার ৩টি ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৭ সেপ্টেম্বর॥
নীলফামারীর ডিমলা উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) উৎসব মুখোর পরিবেশে প্রতিদ্বন্দি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। এ দিন বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমাদান শেষ হয়।
ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার বানু জানান, ৩টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৬জন, সাধারন সদস্য পদে ৯৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৩ মনোনয়ন পত্র দাখিল করেন। এরমধ্যে খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৯ জন, সাধারন সদস্য পদে ৩৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩জন, সাধারন সদস্য পদে ২৯জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন, গয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪জন, সাধারন সদস্য পদে ৩০জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন দাখিল করেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্রদাখিল করেন তারা হলেন গয়াবাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শরীফ ইবনে ফসয়াল মুন (আঃলীগ), সামচুল হক, রুকুনুজ্জামান, আজহারুল ইসলাম স্বতন্ত্র পদে মনোনয়ন দাখিল করেন। টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদে ময়নুল হক (আঃলীগ), রবিউল ইসলাম শাহীন ও আফছার আলী (স্বতন্ত্র¿), খগাখড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে জাহাঙ্গীর আলম (আঃলীগ), আতিকুজ্জামান (বিএনপি), জাকারিয়া হোসেন ডিএম (জাতীয়পাটি) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিউল ইসলাম লিথন, সামিউল গানি চন্দন, এ.কে.এম শামীম, আব্দুল্লা আল আলিমুর, নুরল আমিন, রুকুনুজ্জামান জুয়েল।
সুত্র মতে প্রাথীদের মনোনয়ন যাচাই বাছাই করা হবে ২৯ সেপ্টেম্বর। মনোনয়ন মনোনয়নপত্রের যাছাই বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৩০ সেপ্টেম্বর, আপিল নিস্পক্তি ২ ও  ৩ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন ৪ অক্টোবর। প্রার্থীদের প্রতিক বরাদ্দ ৫ অক্টোবর ও ভোটগ্রহন ২১ অক্টোবর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানান ডিমলার চারটি সাবেক ছিটমহলের সীমানা জটিলতার মামলার কারনে ওই তিন ইউনিয়নের নির্বাচন স্থগিত ছিল।

পুরোনো সংবাদ

নীলফামারী 3241874750086684737

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item