নবজাতকে বাঁচানোর আকুতি আইসক্রিম বিক্রেতা অসহায় বাবার

ইনজামাম-উল-হক নির্ণয়-
নবজাতক শিশু কন্যাটির বয়স মাত্র দশদিন। জন্ম থেকেই জ্বলছে নবজাতকটি। মলদ্বাড়ের সমস্যার কারনে মুখ দিয়েই বেরিয়ে আসছে মল! কষ্টের অপরিসীমে বাবা মা তাদের একমাত্র সন্তানকে বাঁচাতে অর্থসংকটে পড়েছে।

নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী নুথুপাড়া গ্রামের আইসক্রিম বিক্রেতা  নারায়ন চন্দ্র রায়। তার স্ত্রী  কোকিলা রানী রায় ১২ সেপ্টেম্বর জন্ম দেয় এই কন্যা সন্তানকে। নবজাতকের মলদ্বাড়ের সমস্যা বুঝতে পেরে তারা তাৎক্ষনিক নিয়ে যায় উপজেলা হাসপাতালে।

হাসপাতালের চিকিৎসক  শিশুটিকে  রংপুর মেডিক্যাল কলেজে ভর্তির পরামর্শ দেন। তারা নবজাতককে নিয়ে রংপুর যায়। সেখানে পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসক দুই দফায় অস্ত্রপচারের পরামর্শ দেন। এতে প্রায় লাখখানেক টাকা খরচ হবে।  অর্থসংকটে নবজাতককে নিয়ে বাবা মা গ্রামে ফিরে আসতে বাধ্য হয়।

শনিবার নবজাতক সন্তানের আইসক্রিম বিক্রিতা বাবা সাংবাদিকদের কাছে এসে বলেন হাতে টাকা নেই। নেই কোন ফসলি জমি। কোথায় পাবো অর্থ। কে বাঁচাবে আমার মেয়েকে।
তাই নবজাতক কন্যারটির অসহায় বাবা তার একমাত্র সন্তানকে বাচাঁতে সমাজের স্বহৃদয়বান ব্যক্তিদের কাছে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।  নারায়ন চন্দ্রের সাথে মোবাইলে কেউ কথা বলতে চাইলে তার প্রতিবেশী রতন রায়ের  এই নম্বরে ০১৭১৫১৪১১৬৮ যোগাযোগ করতে পারেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 2230849182698619624

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item