ডোমার জোড়াবাড়ীতে প্রতিবন্ধির বিয়ের বাজারের ৭০ হাজার টাকা নিয়ে উধাও সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমার জোড়াবাড়ীতে এক প্রতিবন্ধি কন্যার বিয়ের জন্য রাখা ৭০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নিয়ে উধাও।
ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাওলাপাড়া গ্রামে। থানার অভিযোগ সুত্রে যানাযায়, উক্ত গ্রামের অসহায় দিন মুজুর আনু হোসেনের  প্রতিবন্ধি কন্যা  মনি আক্তার (১৮)’র সাথে বোদা উপজেলার সাকোয়া এলাকার সহিদুল ইসলামের ছেলে সোহেল রানার সাথে বিয়ের কথা ঠিক হয়। ঘটনার দিন ১২ সেপ্টেম্বর বুধবার দুপুরে বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য মনির বাড়ীর লোকজন বরের বাড়ী যাওয়ার সময় আজিজার মিয়ার হাটে দেখা হয়  দঃ জোড়াবাড়ী ওস্তা পাড়ার মোসলেম মেকারের ছেলে সাংবাদিক পরিচয়দানকারী মানিক মিয়ার সাথে। সেও বিয়ের কথা জানতে পেরে তাদের সাথে যাওয়ার জন্য জেত করতে থাকে। প্রতিবেশী হওয়ার সুবাদে নিরুপায় হয়ে তাকে সাথে নেয় তারা। রাস্তায় আলাপ কালে বর কনের কাপড় ও গয়না কেনার টাকার কথা জানতে পেরে লক্ষীর হাট পর্যন্ত গেলে মানিক মিয়া ফোনে অন্য একজনের সাথে কথা বলে(কথা বলার ভান করে) জানান, বরের বাড়ীর লোকজন ভালো না, আমি ফোনে জানতে পারলাম। বরের বাড়ীতে টাকা কেড়ে নিতে পারে বলে কৌশলে তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা নিজের পকেটে রেখে দেয় প্রতারক মানিক মিয়া। খানিক পড়ে প্রকৃতির ডাকে সারা দেবার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যায় ওই প্রতারক। পরে অনেক খোজাখুজি করে তাকে না পেয়ে বরের বাড়ীতে না গিয়ে নিরুপায় হয়ে ডোমার বাজারে ফিরে আসে কনের বাড়ির লোকজন। কনের দুলাভাই আলমগীর হোসেন বলেন, টাকানিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে ফোন বন্ধকরে রাখে ওই ধান্দাবাজ, প্রতারক। খুঁজতে খুঁজতে রাত ৯ টায় ডোমার বাজার চাঁন্দিনাপাড়া সড়কে তিথি মার্কেটে সাংবাদিকের অফিসে পাওয়া যায় তাকে। টাকা ফেরতের কথা বললে, বরের নামে বদনাম করে বলে, তারা ভাল লোক না জেনে টাকা নিয়ে চলে আসি এবং বাড়ীতে গিয়ে টাকা দেয়ার কথা বলে অটোযোগে বাড়ী যাওয়ার পথে নাউয়ারহাট গিয়ে চলন্ত অটো থেকে লাফিয়ে পালিয়ে যায়। পরে কনের বাড়ীর লোকজন মানিকের বাড়ীতে টাকা চাইতে গেলে মানিকসহ তার বাবা মোসলেম ও ভাই সম্রাট লাঠি শোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের আটক করে ডাকাত ও সন্ত্রাসী বলে চিৎকার করতে থাকে। এদিকে তার প্রতানার  পাল্লায় পড়ে টাকা হারিয়ে মেয়ের বিয়ে ভেঙ্গে যাওয়ায় পাগলের মতো বিচারের আশায় সকলের দ্বারে দ্বারে ঘুড়ছে প্রতিবন্ধী মনি আক্তারের পরিবার। এবিষয়ে মনির বাবা আনু হোসেন বাদী হয়ে ডোমার থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, মানিক কতিপয় কথিত সাংবাদিকের ভয় দেখিয়ে আমাদের নামে কাল সন্ধ্যায় ডাকাতি মামলা দায়ের করবে বলে হুমকি প্রদান করে। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, মানিক দীর্ঘ দিন যাবত এলাকায় নিজেকে মানবাধিকার কর্মী, গোয়েন্দা বাহিনীর লোক,  আবার কখনো নিজেকে জেলার বড় সাংবাদিক পরিচয়ে জুয়ারী ধরিয়ে দিয়ে পুলিশের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। চিটারীর কারনে গত কয়েক সপ্তাহ আগে আজিজার মিয়ার বাজারের লোকজন তাকে প্রাঃ স্কুল মাঠে গাছে বেধে রেখে গণধোলাই দেয়, তবুও ........... লেজ সোজা হবার নয় বলে মন্তব্য করেন তিনি। প্রতিবন্ধি কন্যার টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।এ বিষয়ে মানিক মিয়ার সাথে ফোনে কথা বলতে চাইলে ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 7806889105098912832

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item