চিলমারীর আছমত-নছিমন কল্যাণ ট্রাষ্ট্রর প্রতিষ্ঠাতা অ্যাডভেকেট মোহাম্মদ মেহের উল্লাহ’র ইন্তেকাল


তোফাজ্জল হোসেন লুতু-
বাংলাদেশ কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদপ্তরের সাবেক প্রধান পরিদর্শক অ্যাডভেকেট মোহাম্মদ মেহের উল্লাহ্ বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার বেলা ২ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গত শুক্রবারই রাত ৯ টায় ঢাকার বনানীতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমকে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। 
প্রসঙ্গত, মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ মেহের উল্লাহ্’র গ্রামের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার বড়ভিটায়। জীবদ্দশায় সেখানে তাঁর বাবা-মায়ের নামে ‘আছমত-নছিমন কল্যাণ ট্রাষ্ট্র’ গঠন করে এলাকার গরীব ও দুস্থ মানুষের কল্যাণ ও সেবা প্রদান করেন। এছাড়াও তিনি ওই এলাকায় বেশ কয়েকটি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করেন। এ সব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের ছেলেমেয়ে দ্বীনি শিক্ষা লাভ করছেন। 

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 7812962518772749646

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item