নীলফামারীতে মেডিক্যাল কলেজ ঘোষণায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অর্ধ লাখ মানুষের আনন্দ র‌্যালি

ইনজামাম-উল-হক নির্ণয়, স্টাফ রিপোর্টার নীলফামারী ৩ সেপ্টেম্বর॥
নীলফামারীতে মেডিক্যাল কলেজ স্থাপনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে যৌথভাবে আনন্দ র‌্যালী করেছে জেলা আওয়ামী লীগসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ। সেই সঙ্গে নীলফামারীর মেডিক্যাল কলেজটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের দাবি তুলেন সর্বস্তরের মানুষ।
 সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বাদ্যযন্ত্রের তালে তালে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সেচ্ছাসেবী সংগঠন ভিশন-২০২১ এর সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার অন্তত অর্ধ লাখ মানুষ অংশ নেয় কর্মসূচিতে।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবীপ্রসাদ রায়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান রহিম মঞ্জিল, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের  সভাপতি মমতাজুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহীন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ভিশন-২০২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।
সভায় সদ্য ঘোষিত ওই মেডিক্যাল কলেজটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের দাবি তুলেন সর্বস্তরের মানুষ।
বক্তারা নীলফামারীতে মেডিক্যাল কলেজ স্থাপনের ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে গত ২৬ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়ে দেশে ৪টি মেডিক্যাল কলেজ স্থাপনের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। এর মধ্যে নীলফামারী রয়েছে।
এদিকে দ্রুত এগিয়ে চলছে জেলা শহরের অদুরে নটখানা নামক স্থানে মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ।
এবিষয়ে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান, সেখানে স্বাস্থ্য বিভাগের ৫১ দশমিক ৩ একর জমি রয়েছে। অবকাঠামো নির্মানে ইতিমধ্যে ডিজিটাল সার্ভে সম্পন্ন হয়েছে। চলতি মাসের ১০ তারিখের মধ্যে ডিপিপি জমা করা হবে।
তিনি বলেন, এবছরেই ওই মেডিক্যাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে। ওই স্থানের পাশেই পলাশবাড়িতে নবনির্মিত অত্যাধুনিক ডায়াবেটিক সমিতির একটি ভবন রয়েছে। সেখানেই আপতত ক্লাশ পরিচালনার প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া নীলফামারী সদর আধুনিক হাসপাতালের ২৫০ শয্যার একটি নতুন ভবন নির্মান হয়ে হস্তান্তরের অপেক্ষায় আছে। সেটি দ্রুত হস্তান্তর হলে শিক্ষার্থীদের ক্লাশসহ অন্যান্য অবকাঠামোর অসুবিধা হবে না।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 7168467466216885743

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item