রংপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে নির্যাতন

মামুনুর রশীদ মেরাজুল-
যৌতুকের দাবিতে ফারজানা রেজা রিমি নামে এক গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুরের সদর উপজেলার চন্দনপাঠ ইউনিয়নের শ্যামপুর বৈকন্ঠপুর ষ্টোর এলাকায়। গৃহবধুর অভিযোগ ও পরিবার সূত্রে জানা গেছে, রংপুর সদর উপজেলার দক্ষিণ হরিদেবপুর গ্রামের রাজা মিয়ার মেয়ে ফারজানার রেজা রিমির সাথে একই উপজেলার চন্দন পাঠ ইউনিয়নের বৈকন্ঠপুর  গ্রামের আবুল কাশেমের ছেলে আতাউর রহমান দুলালের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের সময় তাদের চাহিদা মত যৌতুক দেয়া হয়। মেয়ে ভালো থাকার জন্য বিয়ের পর বিভিন্ন সময় স্বামীর চাহিদা মত টাকা দিত ফারজানার পরিবার। এরপরেও বিভিন্ন সময় যৌতুকের জন্য ফারজানাকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করত। এ কারনে স্ত্রী ফরজানাকে নিয়ে স্বামী আতাউর রহমান দুলাল শ্বশুর বাড়িতে থাকার প্রস্তাব দেয়। এতে স্বামী আতাউর রহমান দুলাল পুনরায় গত ২৪ এপ্রিল স্ত্রী ফারজানার  পিতার বাড়ি থেকে সাত  লক্ষ টাকা যৌতুক আনার জন্য বললে সে যৌতুকের টাকা না দেয়ার অস্বীকৃতি জানায়। এর পরই শ্বশুর বাড়ির লোকজনের নির্দেশে তার উপর নেমে আসে মধ্যযুগীয় কায়দায় অমানবিক শারীরিক নির্যাতন। নির্যাতন করে বাসার মধ্যে অজ্ঞান অবস্থায় রেখে তালা দিয়ে রাখা হয় বলে ফারজানা জানায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। স্ত্রীকে নির্যাতনের পর থেকেই স্বামী আতাউর রহমান  পালাতক রয়েছে। এ ঘটনায় গৃহবধুর পিতা রাজা মিয়া বাদী হয়ে রংপুর আদালতে আতাউর রহমানসহ ছয় জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। গত ২০১৩ সালে উপজেলার চন্দন পাঠ ইউনিয়নের আবুল কাশেমের ছেলে আতাউর রহমান দুলালের সাথে  তিন লক্ষ টাকা দেনমহরে সামাজিকভাবে বিয়ে হয় তার। গৃহবধু ফারজানা রেজা রিমি  আরও বলেন,আমাদের বিয়ে হওয়ার কিছু দিন পর একটি ছেলে সন্তান জন্মগ্রহন করে নাম  রাফিদ রহমান বয়স  আড়াই বছর। এ ব্যাপারে অভিযুক্ত আতাউর রহমান দুলালের মোবাইলে কয়েকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেনি। চন্দন পাঠ ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি। মেয়ে পক্ষ আদালতে একটি নারী ও শিশু নির্যাতন মামলা করেছে। এদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করায় গৃহবধুর পরিবারকে বিভিন্ন ভাবে ভয় ভিতি ও প্রাণে মেরে ফেলার  হুমকী দেয় আতাউর রহমান দুলাল। সে কারণে মেয়ের বাবা প্রশাসনের কাছে তার পরিবারের নিরাপত্তা চেয়ে কোতয়ালী থানায় একটি সাধারন ডায়েরী করেন।

পুরোনো সংবাদ

রংপুর 5487394307866037164

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item