দিনাজপুরে সাবেক সংসদ সদস্য এম. আব্দুর রহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৪দিন ব্যাপী কর্মসূচী শুরু

মোঃ আঃ সাত্তার, দিনাজপুর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য এম. আব্দুর রহিম এ্যাডভোকেটের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৪দিন ব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। কর্মসূচীর প্রথম দিনে ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার জালালপুরস্থ পারিবারিক গোরস্থানে শ্রদ্ধাঞ্জলী অর্পন, মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কর্মসূচীগুলিতে উপস্থিত ছিলেন মরহুমের বড় পুত্র ও হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, ছোট পুত্র ও জাতীয় সংসদের হুইপ এম. ইকবালুর রহিম এমপি, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর’র চেয়ারম্যান প্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কান্তা রায় রিমি, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জয়নুল আবেদীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম,দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সারওয়ার জাহান, এম. আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র, দিনাজপুর’র সম্মানীয় সভাপতি এ্যাডভোকেট আজিজুল ইসলাম জুগলু, সভাপতি সফিকুল হক ছুটু, সাধারণ সম্পাদক চিত্ত ঘোষ,দিনাজপুর প্রেসক্লাব ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ, জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ, দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানগণ। মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর গোরস্থান প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন দিনাজপুর বড় ময়দান জাতীয় ঈদগাহ মাঠের খতিব আলহাজ্ব হযরত মাওলানা শামসুল ইসলাম কাসেমী। এছাড়াও দোয়া পরিচালনা করেন মরহুমের বড় পুত্র বিচারপতি এম. ইনায়েতুর রহিম।উল্লেখ্য, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর রাজধানীর বারডেম হাসপাতালে বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2770746161350885680

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item