ক্ষুধা ও দারির্দ্যমুক্ত বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই: সংস্কৃতিমন্ত্রী




ইনজামাম-উল-হক নির্ণয়, ৬ সেপ্টেম্বর॥


সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নই ছিলো গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। মাত্র সাড়ে তিন বছরের মাথায় তাকে নির্মমভাবে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়া হলো। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময়ে সারের জন্য বিদ্যুতের জন্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে অথচ আওয়ামী লীগের সময়ে সময়ে সার, বিদ্যুৎ এমনকি কোন কিছুরই জন্যে মানুষকে হত্যা করা হয়নি বরং মানুষের পিছনে সার বিদ্যুৎ ছুটেছে।'তিনি বলেন, আগামী ১শ বছরের পরিকল্পনা করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যার বাস্তবায়ন শুরু হয়ে গেছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলে উপকৃত হবেন দেশের মানুষ। অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে দেশ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করে আসাদুজ্জামান নুর বলেন, আগামী  নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই।
 বৃহ¯পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর সুটিপাড়ায় অবস্থিত পল¬ী বিদুৎ সমিতি প্রাঙ্গণে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুর এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, বিদ্যুতের চাহিদা বেড়েই চলেছে। এখন আমরা নিজেরাই নিজেদের বিদ্যুৎ উৎপাদন করছি। রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে আমাদের দেশের বিদ্যুৎ চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করতে পারবো।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, উত্তরা ইপিজেডের জেনারেল ম্যানেজার আব্দুস সোবহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী বক্তব্য দেন।
সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন পল¬ী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী হাসনাত হাবিব।
অনুষ্ঠানে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প কারখানা ক্যাটাগরিতে তিনজন সেরা গ্রাহককে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।এর আগে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে শেষ হয়।# 

পুরোনো সংবাদ

প্রধান খবর 7134377051654643541

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item