হরিপুরে কাদামাটি শরীরে মেখে নারিকেল খেলা-ভিডিও সহ


জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

জে.ইতি- সনাতন সম্প্রদায়ের জন্মাষ্টমী পূজার পরের দিন কাদামাটি শরীরে মেখে মন্দিরের সামনে জড়ো হয়েছে  কিছু যুবক। তারা সবাই একটি নারকেল নিয়ে হুড়োহুড়ি করছে। এ খেলার নাম নারকেল খেলা। তাঁরা।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খোরড়া ধাম মন্দিরে এমনি এক চিত্র দেখা।
শুধু এই মন্দিরে নয় উপজেলার প্রায় সব মন্দিরে এ খেলার আয়োজন করা হয় বলে জানা গেছে।
খেলা দেখতে শিশু-কিশোর আবাল-বনিতাদের দেখা মিলে।
খেলা দেখতে আসা করেশ জানান, প্রতি বছর জন্মাষ্টমী পূজার পরের দিন এ খেলা অনুষ্ঠিত হয়। যুবক-কিশোররা কাদামাটি গায়ে মেখে এ খেলায় অংশ নেয়।
খেলা দেখতে আসা আরনী রানী বলেন, আমরা সবাই পূজার পরের দিন নারিকেল খেলা দেখতে আসি। খেলা দেখতে ভীষণ ভাল লাগে।
খেলায় অংশ নেওয়া বীরেন্দ্রনাথ বলেন, ছোট থেকে আমি এই খেলা খেলে আসছি। এ খেলা খেলতে আমার খুব ভাল লাগে।

পুরোনো সংবাদ

ভিডিও 7035681594336574438

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item