ঠাকুরগাঁওয়ে নতুন বিদ্যুৎ সংযোগ পেল ১৫০টি পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের তিনটি গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেয়েছে ১৫০টি পরিবার ও ৬টি দাতব্য প্রতিষ্ঠান। 
  
বৃহস্পতিবার দুপুরে চিলারং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। 

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আমাদের প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিব। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রত্যেকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দিচ্ছে। শুধু বিদ্যুৎ সংযোগ নয়, আওয়ামী লীগ সরকার জনগণের জন্য সব ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছে। এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। 

ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ইনছের আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, চিলারং ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী, চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার চৌধুরী, সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম, ভেলাজান মহা বিদ্যালয়ের সভাপতি আব্দুস সামাদ, চিলারং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ। 

উল্লেখ্য, ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে ৪৯ লক্ষ ৫৯ হাজার ৬শ টাকা ব্যয়ে চিলারং ইউনিয়নের ডাঙ্গীপাড়া, খিদোরপাড়া ও গোয়ালপাড়া গ্রামের ১৫০টি আবাসিক ও ৬টি দাতব্য প্রতিষ্ঠানের নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3149937028787655856

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item