বহিরাগতদের দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল বিএনপি -রমেশ চন্দ্র সেন

আব্দুল আউয়াল,ঠাকুরগাঁও প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, চলমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য একটি কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের প্রবেশ করিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করেছিল বিএনপি।   বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে একটি নতুন রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে মটরাহাট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।   সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশে আওয়ামী সরকার ক্ষমতায় এসেছে জনগণের উন্নয়নে কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার ঠাকুরগাঁওসহ বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় উন্নয়নের কাজ করেই চলেছে।   তিনি বলেন, শিক্ষার্থীরা নিরাপদ সড়কের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করেছে; আমিও চাই দেশে নিরাপদ সড়ক হোক। আর সড়কে যেন কোন মানুষ প্রাণ না হারায়। এই আন্দোলনে শিক্ষার্থীদের দাবিগুলো আওয়ামী লীগ সরকার মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করেছে।   আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4567577045885989652

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item