হরিপুরে গ্রামগঁঞ্জের ঐতিহ্যবাহী ‘পাতা’ খেলা চলছে

জে.ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গ্রামগঁঞ্জের ঐতিহ্যবাহী ‘পাতা’ খেলা চলছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ওঝা, কবিরাজসহ বিভিন্ন পেশার মানুষের ঢল নেমেছিল হরিপুর উপজেলার টেংরিয়া গ্রামে।
ঔঝা, কবিরাজরা সঙ্গে নিয়ে এসেছেন কলাগাছ, গোলাপ ফুল, ধূপ, ঢাক, বিভিন্ন গাছের শিকর ও মাথা ভর্তি মন্ত্র।
দেখা আরো যায়, কয়েক মিটার গোল আঁকারের একটা দাগ দিয়েছে। এরপর মধ্যে একটি কলা রয়েছে। চার থেকে পাঁচজন লোক কলা গাছের কাছে রয়েছে। এই লোকগুলোর দেখভাল কারার জন্য একজন নির্দিষ্ট লোক আছে তাকে খেলা ভাষায় বলা হয় গুরু। এই গুরু  মন্ত্রের সাহায্যে ঐ কলা গাছটিতে ফুঁ মারার সঙ্গে সঙ্গে চার ও পাঁচজন লোকের হাত নাচাতে শুরু করে।
খেলা হয়ে গেলো শুরু। ঔঝা, কবিরাজরা মন্ত্রের সাহায্যে লোকগুলিকে কাছে নিয়ে আসে এবং তাকে বস্ করে দাগ থেকে বাহিরে নিয়ে আসে।
এভাবে কয়েক ঘন্টা চলে খেলা। যে ঔঝা, কবিরাজ মন্ত্রের সাহায্যে বেশি লোক দাগের বাহিরে নিয়ে আসবে সেই ঔঝা, কবিরাজ জয়লাভ করবে।
পীরগঁঞ্জের আসরাফুল,আলম,রানীশকৈলের খাইরুল, বাকার আলী খেলা চত্তরে জানান, অনেক দিন ধরে পাতা খেলা দেখেনি।
পাতা খেলা এই অঞ্চলের ঐতিহ্যবাহী খেলা।
বাপ-দাদার অমল থেকে এই খেলার আর্ভিাভাব।
ছোট-রড় পুরুষ-নারী সবাই মিলে আনন্দ উল্লাসে খেলা ভক্ষণ করে।
ঔঝা,কবিরাজরা জানান, পাতা খেলা খেলাতে গেলে বিভিন্ন গাছের শিকর প্রযোজন পরে।
এর সাথে মন্ত্র পাঠ করে হয়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 8896139563655413259

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item