হরিপুরে অন্তসত্তাকে লাথি দ্ইু নবজাতক নিহত

 জে.ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ



ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া রামপুর গ্রামের জসিমের স্ত্রী ০৭ মাসের অন্তসত্তা মেহেরুনকে মারপিঠ ও তলপেটে লাথি মারার কারণে দুই নবজাতক মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
মেহেরুনের শশুর আবু কালাম ও পরিবারের লোকজন জানান, প্রতিবেশে আবুবক্করে ছেলে সবুর, আমির,মৃত আজিজুরে ছেলে উসমান, নুর আলম, মৃত পশিরের ছেলে হবিবর ও আকবর আলীর সঙ্গে বসতবাড়ির পানি নিস্কশান নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায় আমার ছেলে জসিমকে আঘাত করে এবিষয়ে স্থানীয় ইউ,পি সদস্যকে জানানো হয়েছে।
কিন্ত অবিচার কারিগন ০৮/০৮/১৮ইং তারিখের সন্ধ্যায়
 আমি বাজারে যাওয়ার সময় একরামুল এর বাড়ির সামনে পৌছাইলে পূর্বে জের ধরে আমাকে মারপিঠ করে আমি ডাক-চিৎকার করলে আমার ছেলে জসিম ও পুত্রবধূ মেহেরুন আমাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে তাদের উপর হামলা করে। ঘটনার স্থলে আমাদের বেধর মারপিঠ করে পালিয়ে যায় হামলাকারিগন।
পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে। আমাকে ও ছেলে জসিমকে হরিপুর হাসপাতালে ভর্তি করে।
এবং পূত্রবধূ মেহেরুনের অবস্থা খারাপ হলে তাকে রাণীশনকৈল হাসপাতালে ভর্তি করে।
মেহেরুনের পরিবারের দাবি, পেটে আঘাতের কারণে দুটি জমজ বাচ্চা মারা গেছে।
রানীশকৈল কর্মরত ডাক্তার ফিরোজ বলেন,
০৮/০৮/১৮ইং তারিখ রাতে মারপিঠ সংক্রান্ত বিষয়ে হরিপুর উপজেলার ভাতুরিয়া রামপুর গ্রামের জসিমের স্ত্রী ০৭ মাসের অন্তসত্তা মেহেরুন নামে এক নারী ভর্তি হয়েছে।
তার পেটের আঘাতের কারণেই দুটি জমজ বাচ্চা সময়ের আগেই জম্মগ্রহণ করেছে গত বৃহস্পতিরাব সন্ধ্যায়। বাচ্চার ওজন খুব কম ছিল।
একটা ছেলে ও একটা মেয়ে।
তবে মেহেরুনের পেটে আঘাতে চিহ্ন পাওযা গেছে।
এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, গত ০৯/০৮/১৮ইং তারিখে ৭জন আসামি করে থানায় একটি মামলা রুজু করা হয়েছে যাহার মামলা নং ১৪।
নবজাতক মারা গেছে এবিষয়ে খবর আছে পুলিশ
তদন্ত করতে গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নোওয়া হবে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3756681969452535137

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item