ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

 আগামী ২ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে মো. রেজানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করা হয়।

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা : সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন ।

ঢাকা মহানগর (উত্তর) শাখা : সভাপতি মো. ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।

ঢাকা মহানগর (দক্ষিণ) শাখা : সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ।

ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পাওয়া মো. রেজানুল হক চৌধুরী শোভন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া গোলাম রাব্বানী একই বিভাগের ছাত্র। তিনি বিদায়ী কমিটির শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক ছিলেন।

গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যবার সম্মেলনে কমিটি ঘোষণা করা হলেও এবার সমঝোতার মাধ্যমে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন কারণে কমিটি ঘোষণার সময় পিছিয়ে যায়। সম্মেলনের আড়াই মাস পর কমিটি ঘোষণা করা হলো।

কমিটির ঘোষণার আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের গণভবনে ঢেকে তাদের সঙ্গে কথা বলেছেন। মঙ্গলবার কমিটি ঘোষণার আগে তিনি ২৯তম সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4638940821620725576

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item