ঢাকায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সৈয়দপুরে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সারাদেশে নিরাপদ সড়ক এবং নয় দফা দাবি আদায়ে নীলফামারীর সৈয়দপুরের শিক্ষার্থীরাও রাস্তায় নেমেছে। আজ(বৃহস্পতিবার) তারা শিক্ষার্থীরা শহরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।গতকাল (বৃহস্পতিবার) সকালে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল ও কলেজের পোষাক পড়ে ও গলায় পরিচয়পত্র ঝুলিয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে নয় দফা দাবি আদায়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, বঙ্গবন্ধু সড়ক, বাস টার্মিনাল, শুটকি বন্দর এলাকায় বিক্ষোভ করে। পরে তারা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনের মানববন্ধন করে। এতে শিক্ষা নগরী হিসেবে পরিচিতি পাওয়ার সৈয়দপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
গত বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। তারপরেও আজ(বৃহস্পতিবার) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে নিরাপদ সড়ক ও নয় দফা দাবিতে বিক্ষোভ করে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনের মানববন্ধনসহ বঙ্গবন্ধু সড়ক, বাসটার্মিনাল, শুটকিবন্দর এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা দুই শিক্ষার্থীসহ সারাদেশে সড়ক দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের শাস্তিসহ নয় দফা দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। বিক্ষোভ চলাকালে সড়কের উভয় পাশে অসংখ্যক যানবাহন আটকে যায়। প্রায় দুই ঘন্টা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষ হলে শহরের সকল প্রকার যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি চলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  আইনশৃংখলায় রক্ষায় সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা ছিল সতর্ক অবস্থানে। এদিকে, বিক্ষোভ কর্মসূচি শেষ করার আগে শিক্ষার্থীরা জানায় তাদের  দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।



পুরোনো সংবাদ

নীলফামারী 8234636793197372936

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item