সৈয়দপুরে ট্রাফিক আইন বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

তোফাজ্জল  হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে ট্রাফিক আইন বিষয়ক উদ্ধুদ্ধকরণ সভা হয়েছে। নীলফামারী জেলা পুলিশ শনিবার (১১ আগস্ট) বিকেলে ওই সভার আয়োজন  করে। সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মো. আতিকুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন এবং সূচনা বক্তব্য রাখেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) অশোক কুমার পাল।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মো. আখতার হোসেন বাদল, নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মো. আলতাফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার রায়, নীলফামারী জেলা কার, মাইক্রোবাস পিকআপ শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির সাধারণ সম্পাদক মো. মানিক মিঞা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মো. আতিকুর রহমান বলেন, মূলতঃ তিনটি কারণে সড়ক দূর্ঘটনা বেশি সংঘটিত হয়ে থাকে। এ গুলোর হচ্ছে, ওভারলোড, ওভার টেকিং এবং ওভার স্প্রিড। তাই সড়ক দূর্ঘটনা এড়াতে চালকদের দূর্ঘটনার সংঘটিত হওয়ার উল্লিখিত কারণগুলো পরিহার করতে হবে। তিনি সকল প্রকার গাড়ির মালিকদের যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলাসহ ট্রাফিকের সার্বিক কাজে সাহায্য-সহযোগিতার করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভা মঞ্চে অন্যদের মধ্যে নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মোফাক্খার আলী স্বপন, সহ-সাধারণ সম্পাদক মো. নাজির আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালনা করেন সৈয়দপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) মো. আবু নাহিদ পারভেজ চৌধুরী।
এর আগে সভার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ট্রাফিক আইন সম্পর্কে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা  হয়েছে। এ পর্বটি উপস্থাপনা করেন সৈয়দপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আলমগীর হোসেন।
 সভায় সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা ছাড়াও বিভিন্নস্তরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।  

পুরোনো সংবাদ

নীলফামারী 6373414517655900229

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item