বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন বাঙ্গালি জাতির জন্য গর্বের- স্পীকার

মামুনুর রশিদ মেরাজুল-

জাতীয় সংসদের স্পীকার ও স্থানীয় এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাঙ্গালি জাতির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ভাষার জন্য রক্ত দিয়েছে। আর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছে স্বাধীনতা। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা অর্জন বাঙ্গালি জাতির জন্য গর্বের। তার স্বপ্ন অর্থনৈতিক মুক্তি। এ লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। গতকাল সোমবার বিকেলে তার নিজ নির্বাচনী এলাকা পীরগঞ্জে নির্মানাধীন নুনদহ ব্রিজ’র পাশে গিলাবাড়ীতে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, আগস্ট শোকের মাস। ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকেরা শিশু রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার মাধ্যমে কালো অধ্যায়ের সূচনা করে। বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে কিন্তু তার আদর্শকে ধ্বংস করতে পারেনি। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ জেলা ও উপজেলা আ’লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে স্পীকার চতরা চৌরাস্তা মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন করেন এবং শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।উল্লেখ্য, পীরগঞ্জ ও দিনাজপুরের মধ্যে সংযোগ স্থাপণকারী করতোয়া নদীর নুনদহ ঘাটে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে ৩০১ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মিত হচ্ছে।



পুরোনো সংবাদ

রংপুর 4837931733261894326

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item